মালদা, 14 সেপ্টেম্বর: পুজোর মরশুমে তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল ৷ মালদা টাউন স্টেশন থেকে নয়াদিল্লি, পুনে এবং সেকেন্দ্রাবাদ পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷ ইতিমধ্যে একটি ট্রেন চলাচলও শুরু করেছে ৷
আর মাসখানেকের অপেক্ষা ৷ তারপরেই দুর্গাপুজোয় মেতে উঠবে বাংলা ৷ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সবচেয়ে বড় মরশুম ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নিজেদের ডেস্টিনেশন ঠিক করে ফেলেছেন ৷ কিন্তু এই সময় সবচেয়ে বড় সমস্যা ট্রেনের টিকিটের, যা চাহিদার সঙ্গে জোগান দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে ৷ তার উপর রয়েছে অবৈধ টিকিট ব্যবসায়ীদের উৎপাত ৷ তাই আগে টিকিট, পরে ডেস্টিনেশন, এমনও চিন্তা করেন অনেকে ৷ এসব চিন্তাভাবনা করেই এবার মালদাবাসীর জন্য আলাদা করে ভেবেছে পূর্ব রেল ৷
রেলের সময়সূচি অনুযায়ী, 03413 নম্বর মালদা-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল 7টা 10 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ পরদিন সকাল 7টা 30 মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে ৷ ফিরতি পথে 03414 নম্বর স্পেশাল ট্রেনটি প্রতি শুক্র ও সোমবার সকাল 10টা 30 মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 55 মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছবে ৷ 8 সেপ্টেম্বর থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচল শুরু করেছে ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷