আলিপুরদুয়ার, 20 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই খুলে গেল আলিপুরদুয়ারের তিনটি বন্ধ চা-বাগান । আলিপুরদুয়ার জেলায় কালচিনি, তোর্সা ও রায়মাটাং চা-বাগান খুলে গেল সোমবার । এর ফলে মুখে হাসি ফুটল তিনটি চা-বাগানের কয়েক হাজার শ্রমিকের । এদিন ফিতে কেটে চা-বাগানের খোলার সূচনা করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রকাশ চিক বড়াইক ও মাদারিহাট-বীরপাড়ার বিধায়ক জয়প্রকাশ টপ্পো ।
এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, "আলিপুরদুয়ার জেলার কালচিনি, রায়মাটাং আজ থেকে খুলে গেল ৷ পাশাপাশিই তোর্সা চা-বাগানও খুলে গেল আজ । হঠাৎ করে চা-বাগান ছেড়ে মালিকপক্ষ চলে গিয়েছেন । চা-বাগান বন্ধের তিনমাস দেখা হবে, তারপর তার মালিকানা রোধ হবে । বাগান বন্ধ করা যাবে না । মুখ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রীকে ধন্যবাদ জানাই । আগামিকাল থেকে কাজ শুরু হয়ে যাবে চা-বাগানে । বেতন-সহ শ্রমিকদের দেনা-পাওনা বকেয়া রাখা যাবে না, সেটা মালিকপক্ষকে বলা হয়েছে । সঠিক সময়ে শ্রমিকদের বকেয়া দিয়ে দিতে হবে । আজ দলমোড় নিয়ে বৈঠক হচ্ছে । আগামিকাল মেচপাড়া চা বাগানও খুলে যাবে বলে আশা করছি ।"