কলকাতা, 21 জুলাই:আরও একটাই একুশে জুলাই। দূর দূরান্ত থেকে আসা মানুষের কলকাতা মুখী জনস্রোত। দিনটিকে জুড়ে তৃণমূল কর্মীদের আবেগ। শহীদ দিবস হলেও উৎসবের চেহারা মূলত রাজপথে। যদিও মূল সভা শুরু হতে এখনও ঢের বাকি। তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জেলা থেকে শহরের একটাই পরিচয়, একটাই ঠিকানা। 'আমরা কারা, তৃণমূল'।
হ্যাঁ, এটা সেই তৃণমূল কংগ্রেস যার জন্ম লগ্ন থেকে মা মাটি মানুষের হয়ে কাজ করার দায়বদ্ধতা রয়েছে । হ্যাঁ এটা সেই তৃণমূল কংগ্রেস যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন যার রক্তে। নো ভোটার কার্ড নো ভোট এই আন্দোলনকে সামনে রেখে যিনি কলকাতার রাজপথে ঝড় তুলেছিলেন। সেদিন অবশ্য কলকাতার রাজপথে ঝরে গিয়েছিল 13টি তরতাজা প্রাণ। তখন যুবনেত্রী মমতা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ এই দিনটিকে আজও ভোলেননি তিনি। ভোলেননি কোনও তৃণমূল কর্মী আর তাই আজ একইভাবে প্রাসঙ্গিক একুশে জুলাই।
রবিবাসরীয় বাংলায় একুশের মঞ্চে সবচেয়ে বড় চমক হয়তো হতে চলেছে আজ। যেখানে একপাশে অভিষেক একপাশে অখিলেশকে নিয়ে জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যাতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন আজকের এই সভার শুধু কোনও রাজনৈতিক সভা নয়। বরং আজকের সভা হল দেশ বাঁচানোর সভা । জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেশ বাঁচানোর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেটা অবশ্যই নজর থাকবে গোটা দেশের।