কলকাতা, 18 মার্চ: বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ময়দানে নামিয়েও শেষ রক্ষা হল না ৷ বামেদের সঙ্গে হচ্ছে না আইএসএফের জোট ৷ একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট ৷ সূত্রের খবর, রবিবার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে বৈঠকে বসেন আইএসএফের নেতারা ৷ সেই বৈঠকে জোটের জট কাটেনি ৷ সিপিএম আইএসএফকে দু’টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয় ৷ জানায়, নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে ডায়মন্ডহারবার আসনে আইএসএফকে বাম ও কংগ্রেস সমর্থন করবে ৷ কিন্তু, দীর্ঘ বৈঠকেও সমস্যার জট কাটেনি ৷ ফলে, আইএসএফ একাই লোকসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷
আইএসএফ রাজ্য সভাপতি শামসুর আলি মল্লিক ইটিভি ভারতকে বলেন, "বামেদের সঙ্গে আইএসএফের জোট অসম্ভব ৷ আমরা আজকে আবার নিজেদের মধ্যে বৈঠকে বসব ৷ তারপর কোন কোন আসনে প্রার্থী দেওয়া যায়, তার সিদ্ধান্ত হবে ৷ ডায়মন্ডহারবার লোকসভা আসনে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হবে কিনা, সেই বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হবে ৷"
সূত্রের খবর, যাদবপুর, শ্রীরামপুর ও বসিরহাট লোকসভা আসন নিয়ে সমস্যার সূত্রপাত ৷ এরমধ্যে, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা আসনে প্রার্থী করা হলে আইএসএফের কোনও আপত্তি থাকবে বলে জানানো হয়েছে ৷ কিন্তু, দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা আসনে সিপিআইএম সৃজন ভট্টাচার্য ও শ্রীরামপুর আসনে দীপ্সিতা ধরকে প্রার্থী করেছে সিপিআইএম ৷