পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটল না জোট-জট, লোকসভায় নির্বাচনে নওশাদদের মন্ত্র 'একলা চলো'

Lok Sabha Elections 2024: লোকসভায় নির্বাচনে সিপিএম-আইএসএফ জোটের জট কাটলো না ৷ আসন সমঝোতার বৈঠকে দু’পক্ষ নিজেদের অবস্থানে অনড় হয়ে রইল ৷ এমনকি রবিবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আইএসএফ নেতাদের বৈঠকেও সমাধানসূত্র বেরোয়নি বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 8:34 PM IST

কলকাতা, 18 মার্চ: বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ময়দানে নামিয়েও শেষ রক্ষা হল না ৷ বামেদের সঙ্গে হচ্ছে না আইএসএফের জোট ৷ একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট ৷ সূত্রের খবর, রবিবার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে বৈঠকে বসেন আইএসএফের নেতারা ৷ সেই বৈঠকে জোটের জট কাটেনি ৷ সিপিএম আইএসএফকে দু’টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয় ৷ জানায়, নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে ডায়মন্ডহারবার আসনে আইএসএফকে বাম ও কংগ্রেস সমর্থন করবে ৷ কিন্তু, দীর্ঘ বৈঠকেও সমস্যার জট কাটেনি ৷ ফলে, আইএসএফ একাই লোকসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷

আইএসএফ রাজ্য সভাপতি শামসুর আলি মল্লিক ইটিভি ভারতকে বলেন, "বামেদের সঙ্গে আইএসএফের জোট অসম্ভব ৷ আমরা আজকে আবার নিজেদের মধ্যে বৈঠকে বসব ৷ তারপর কোন কোন আসনে প্রার্থী দেওয়া যায়, তার সিদ্ধান্ত হবে ৷ ডায়মন্ডহারবার লোকসভা আসনে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হবে কিনা, সেই বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হবে ৷"

সূত্রের খবর, যাদবপুর, শ্রীরামপুর ও বসিরহাট লোকসভা আসন নিয়ে সমস্যার সূত্রপাত ৷ এরমধ্যে, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা আসনে প্রার্থী করা হলে আইএসএফের কোনও আপত্তি থাকবে বলে জানানো হয়েছে ৷ কিন্তু, দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা আসনে সিপিআইএম সৃজন ভট্টাচার্য ও শ্রীরামপুর আসনে দীপ্সিতা ধরকে প্রার্থী করেছে সিপিআইএম ৷

এরপরও গতকালের বৈঠকে 'শ্রীরামপুর' আসনের দাবি করে আইএসএফ ৷ কিন্তু, সিপিআইএম নিজেদের প্রার্থী প্রত্যাহার করতে নারাজ ৷ এক প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "ভেবে করিও কাজ, না ভেবে করিও না ৷ সিপিআইএম ভেবেই কাজ করেছে ৷ ফলে প্রার্থী প্রত্যাহারের বিষয়টি আসছে কেন ?"
অন্যদিকে, বামেদের উপর চাপ বাড়াতেই প্রথম তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগে 8 আসনে লড়ার কথা জানায় আইএসএফ। বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেরিয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ আসনে লড়াইয়ের কথা জানায় আই এসএফ ৷

রবিবারের বৈঠকে সিপিএম, আইএসএফকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মথুরাপুর ও ঝাড়গ্রাম আসন দু’টি দেওয়া যেতে পারে ৷ এর বাইরে নওশাদ প্রার্থী হলে ডায়মন্ডহারবার নিয়ে ভাবা যেতে পারে ৷ তার বেশি কিছু হবে না। কিন্তু, সেই প্রস্তাবে রাজি হয়নি আইএসএফ ৷ তাহলে কী জোট হচ্ছে না ? উত্তরে তাদের এক শীর্ষ নেতা বলেন, "যে ঘর তৈরিই হয়নি, সেই ঘুরে ঢুকব কী করে ?"

আরও পড়ুন:

  1. যাদবপুর পুনরুদ্ধার করবে বামেরা, আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী সৃজন
  2. 14 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাক কংগ্রেস, জোট নিয়ে সময় বেঁধে দিল বামফ্রন্ট
  3. জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের

ABOUT THE AUTHOR

...view details