কলকাতা, 22 এপ্রিল: অসহ্য গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। গরমের কবল থেকে রেহাই মিলছে না উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিরও। তিলোত্তমায় গরমের এই দাপুটে ইনিংস বিরল বলেই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আপাতত 25 এপ্রিল পর্যন্ত চলবে এই গরম ৷ এরইমধ্যে এপ্রিলের এই সময় 41-এর কাছাকাছি তাপমাত্রা ধরে রেখে 50 বছরের নয়া নজির কলকাতার ৷ এই পরিস্থিতিতে সকলেরই একই প্রশ্ন কবে থেকে কমবে গরম ? বৃষ্টির কি কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে ? আলিপুর হাওয়া অফিস এখনই কোনও আশার কথা শোনাতে পারছে না ।
আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গত 50 বছরের হিসাব যদি দেখা যায় তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের এই ধরনের গরম দু'একবার পড়েছে। তাপমাত্রার পারদ আগেও চড়েছে । তবে এবছর তীব্র গরম তুলনামূলকভাবে বেশিদিন ধরে স্থায়ী হচ্ছে । আগামী 7 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই । যদিও আগামী দু’দিন কলকাতা তাপপ্রবাহের সম্ভাবনা নেই । তবে অস্বস্তিকর গরম থাকবে ।"
রবিবার কলকাতায় না-হলেও দমদমে তাপপ্রাবাহ জারি ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস ৷ এছাড়াও উত্তরবঙ্গের নীচের জেলা মালদায় তাপপ্রবাহ থেকে বাদ পড়েনি। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রি বেশি । দুই দিনাজপুরেও পারদ ছিল উপরের দিকে। তবে উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সকলেরই এক প্রশ্ন কতদিন চলবে এই প্রাণঘাতী গরমের স্পেল ৷ এই প্রসঙ্গেই আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দীর্ঘায়িত হবে এই গরমের স্পেল। ফলে আগামী 7 দিন এই গরম চলবে। তাপপ্রবাহ না-হলেও, অস্বস্তিকর গরম থাকবে । উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণেই দক্ষিণবঙ্গে এই গরম ।"