পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও বাড়বে দহন-জ্বালা, অর্ধশতকের নজির ভেঙে প্রাণ ওষ্ঠাগত তিলোত্তমার - WB Weather Forecast

WB Weather Forecast: হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে 1980 সালে কলকাতার এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ছিল। 2016 সালেও তাপমাত্রা 41 ডিগ্রিতে পৌঁছেছিল। গতবছর এপ্রিল মাসে কলকাতায় তাপমাত্রা হয়েছিল 41 ডিগ্রির কাছাকাছি। কিন্তু এপ্রিলে চলতি বছরের মতো ধারাবাহিক হয়নি এই গরম।

WB Weather Forecast
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 7:19 AM IST

Updated : Apr 22, 2024, 7:46 AM IST

কলকাতা, 22 এপ্রিল: অসহ্য গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। গরমের কবল থেকে রেহাই মিলছে না উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিরও। তিলোত্তমায় গরমের এই দাপুটে ইনিংস বিরল বলেই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আপাতত 25 এপ্রিল পর্যন্ত চলবে এই গরম ৷ এরইমধ্যে এপ্রিলের এই সময় 41-এর কাছাকাছি তাপমাত্রা ধরে রেখে 50 বছরের নয়া নজির কলকাতার ৷ এই পরিস্থিতিতে সকলেরই একই প্রশ্ন কবে থেকে কমবে গরম ? বৃষ্টির কি কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে ? আলিপুর হাওয়া অফিস এখনই কোনও আশার কথা শোনাতে পারছে না ।

আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গত 50 বছরের হিসাব যদি দেখা যায় তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের এই ধরনের গরম দু'একবার পড়েছে। তাপমাত্রার পারদ আগেও চড়েছে । তবে এবছর তীব্র গরম তুলনামূলকভাবে বেশিদিন ধরে স্থায়ী হচ্ছে । আগামী 7 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই । যদিও আগামী দু’দিন কলকাতা তাপপ্রবাহের সম্ভাবনা নেই । তবে অস্বস্তিকর গরম থাকবে ।"

রবিবার কলকাতায় না-হলেও দমদমে তাপপ্রাবাহ জারি ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস ৷ এছাড়াও উত্তরবঙ্গের নীচের জেলা মালদায় তাপপ্রবাহ থেকে বাদ পড়েনি। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রি বেশি । দুই দিনাজপুরেও পারদ ছিল উপরের দিকে। তবে উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সকলেরই এক প্রশ্ন কতদিন চলবে এই প্রাণঘাতী গরমের স্পেল ৷ এই প্রসঙ্গেই আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দীর্ঘায়িত হবে এই গরমের স্পেল। ফলে আগামী 7 দিন এই গরম চলবে। তাপপ্রবাহ না-হলেও, অস্বস্তিকর গরম থাকবে । উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণেই দক্ষিণবঙ্গে এই গরম ।"

রবিবার দক্ষিণবঙ্গের সর্বাধিক উষ্ণ জেলা এবং তাপপ্রবাহের অর্ন্তভুক্ত ছিল বাঁকুড়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 6.1 ডিগ্রি বেশি । পানাগড়ে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44ডিগ্রি । তীব্র তাপপ্রবাহ ছিল সেখানে ৷ যা স্বাভাবিকের চেয়ে 7.9 ডিগ্রি বেশি। তাপপ্রবাহ জারি ছিল উলুবেড়িয়াতেও ৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস ৷ ডায়মণ্ডহারবারের তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরের তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ার 39 ডিগ্রি, মগরা 41 ডিগ্রি, কলাইকুণ্ডা 42.2 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 42 ডিগ্রি, আসানসোল 42.8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 43.3 ডিগ্রি সেলসিয়াস ৷

সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার কলকাতায় তাপপ্রবাহ হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । সর্বনিম্ন 28 শতাংশ।

আরও পড়ুন:

  1. উটিতে হুটোপুটি! গরম থেকে ছুটি নিয়ে হারিয়ে যান ‘পাহাড়ের রানি’র কোলে
  2. লিভারের সমস্যা এড়াতে তালিকায় রাখুন কফি-গ্রিন টি-রসুন
Last Updated : Apr 22, 2024, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details