পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দোতারার সুরে লোকগানের প্রতি আগ্রহ তৈরিতে মগ্ন শিক্ষক, বিক্রি করছেন ছড়ার বইও - INTERNATIONAL KOLKATA BOOK FAIR

খালি গলায় গান ধরেছেন শিক্ষক । কেউ গান শুনে এগিয়ে এলেই ঝুলি থেকে বের করে বিক্রি করছেন নিজের লেখা কবিতা ও ছড়ার বই ।

International kolkata book fair
অভিনব উপায়ে ছড়ার বই বিক্রি কলকাতা বইমেলায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 8:43 PM IST

বিধাননগর, 9 ফেব্রুয়ারি:নতুন প্রজন্মের কাছে পৌঁছতে অভিনব উপায় বেছে নিলেন শিক্ষক ৷ দোতারা নিয়ে হাজির বইমেলায় ৷ লোকগানের প্রতি আগ্রহ তৈরি করতে নিজেই দোতারায় সুর তুলে করছেন গান ৷ পাশাপাশি, সুর শুনে কেউ এগিয়ে এলে তাকে ছড়ার বই বিক্রি করে চলেছেন ৷

রবিবার 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। তারই মধ্যে দেখা গেল এক ভদ্রলোক দোতারা বাজাচ্ছেন। গেয়ে চলেছেন একের পর লোকগান। নিজের লেখা, নিজেরই সুর । কাঁধে ঝোলা ব্যাগ ৷ তাতে রয়েছে ছড়ার বই ।

এক শিক্ষক সুরে সুরে বই বিক্রি করছেন (ইটিভি ভারত)

খালি গলায় গান সঙ্গে দোতারার সুর। আকর্ষিত হচ্ছেন পথ চলতি অনেকেই । এগিয়ে এসে দাঁড়ালেই ঝুলি থেকে বের করছেন নিজের লেখা কবিতা ও ছড়ার বই । সামান্য দাম । ইনি হলেন পেশায় কেষ্টপুরে প্রফুল্লকানন বিদ্যালয়ের শিক্ষক সুভাষ মণ্ডল। তাঁর সরকারি চাকরি । ছেলে বিজ্ঞানী । অর্থের অভাব নেই। তবু বইমেলায় কেন এমন ভাবে ঘোরেন?

গান শুনিয়ে বই বিক্রি (নিজস্ব ছবি)

সুভাষ মণ্ডল বলেন, "কলকাতা ময়দানে যখন বইমেলা হত, তখন থেকেই প্রতি বছর হাজির থাকি । মেলা শুরুর দিন থেকে শেষ দিন রোজ ঠিক এভাবেই আসি । টাকা রোজগারের জন্য এই কাজটা করি না । দুটি কারণে করে থাকি । প্রথমত, নিজের প্রতিভাকে এত বড় মঞ্চে প্রকাশ করা। দ্বিতীয়ত, নতুন প্রজন্মের কাছে লোকগীতি ও ছড়া পৌঁছে দেওয়ার চেষ্টা করি ।"

স্কুল শিক্ষক সুভাষ মণ্ডল (নিজস্ব ছবি)

শিক্ষক সুভাষ মণ্ডল বিভিন্ন জেলার বিভিন্ন ভাষায় লোকগীতি লেখেন । তিনি নিজে সুর দেন । একই ভাবে ছোটদের জন্য লেখেন ছড়া । তাঁর কথায়, "শহরের বাসিন্দারা লোকগীতি-পল্লীগীতি কতটুকু আর শোনেন? তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টা করি । এই প্রজন্ম ফোনে আর টিভিতেই মেতে থাকে । ছড়ার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তারা । বই পড়ার অভ্যাস থাকা খূুবই জরুরি । আর এই গান বা ছড়া সকলের কাছে পৌঁছনোর জন্য এর থেকে বড় মঞ্চ হবে না । তাই নিজের তাগিদে ছুটে আসা। ছড়ার বই বিক্রি করা হয় বটে তবে অতি সামান্য দাম, খরচ টুকু নেওয়া হয় শুধু ।"

ABOUT THE AUTHOR

...view details