পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলা সাংবাদিক হেনস্থা কাণ্ডে তন্ময়কে ডেকে পাঠাল সিপিএমের অভ্যন্তরীণ কমিটি

মহিলা সাংবাদিককে হেনস্থা কাণ্ডে বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠাল দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ৷ ইতিমধ্যেই তিনবার বরানগর থানায় তলব করা হয়েছে তাঁকে ৷

Tanmoy Bhattacharya
বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

বরানগর, 7 নভেম্বর:মহিলা সাংবাদিককে হেনস্থা কাণ্ডে এবার দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির মুখোমুখি হতে চলেছেন বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ৷ ঘটনার 14 দিনের মাথায় অর্থাৎ 9 নভেম্বর তাঁকে ডেকে পাঠিয়েছে দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)। সেদিন দুপুর সাড়ে 12টা নাগাদ পার্টির রাজ‍্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে হাজিরা দিতে বলা হয়েছে তন্ময়কে ৷

সিপিএম সূত্রে জানা গিয়েছে, হেনস্থা সংক্রান্ত অভিযোগ নিয়ে সেদিন তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবেন দলের ইন্টারনাল কমপ্লেন কমিটির সদস্যরা। 9 নভেম্বর দলের অভ‍্যন্তরীণ অভিযোগ কমিটি যে তাঁকে ডেকে পাঠিয়েছে, সে কথা নিজেই জানিয়েছেন সিপিএমের এই বহিষ্কৃত নেতা।সেদিন তিনি আলিমুদ্দিন স্ট্রিটে হাজিরা দিয়ে কমিটিকে সমস্ত রকম সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তন্ময় ভট্টাচার্য।

গত 27 অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থা এবং শ্লীলতাহানি অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক ৷ ফেসবুকে ওই সাংবাদিক অভিযোগ করেন, সেদিন তিনি যখন তন্ময়ের বাড়িতে তাঁর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, তখন হঠাৎই তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন। সিপিএম নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে অস্বস্তিতে পড়ে আলিমুদ্দিন স্ট্রিট। ওইদিন বিকেলেই সিপিএমের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, 'দল থেকে সাসপেন্ড করা হচ্ছে তন্ময়কে।' সেই সঙ্গে তিনি এও জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ৷ যত দিন না সেই তদন্ত শেষ হচ্ছে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তদন্ত শেষ হলে অভ‍্যন্তরীণ অভিযোগ কমিটির রিপোর্ট দেখে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। সেই মতোই তন্ময়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে পার্টির অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে। যার প্রথম ধাপ হিসেবে আগামী শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে পাঠানো হল সিপিএমের এই বহিষ্কৃত নেতাকে।

প্রসঙ্গত, হেনস্থা কাণ্ডে মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে তিন তিনবার বরানগর থানায় তলব করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। প্রথম দিন তিন ঘণ্টা, পরের দিন দেড় ঘণ্টা এবং বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্তকারী অফিসার ৷ পুলিশ সূত্রে খবর, আগামী 16 নভেম্বর ফের তন্ময়কে ডেকে পাঠিয়েছে বরানগর থানা। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হল পুলিশের তরফে।

যদিও পুলিশের তলব হোক কিংবা পার্টির অভ‍্যন্তরীণ কমিটির ডেকে পাঠানো ৷ সবেতেই তিনি সাহায্য করবেন বলে ইটিভি ভারতের প্রশ্নের উত্তরে জানিয়েছেন তন্ময়। তিনি বলেন, "তদন্তে সাহায্য করা আমার কর্তব্য। সেটা পুলিশের তদন্ত হোক, কিংবা দলের অভ‍্যন্তরীণ কমিটির তদন্ত। যতবারই আমায় ডাকবে, ততবারই যাব বরানগর থানায়। সমস্ত প্রশ্নের উত্তর দেব। আবারও বলছি, এটা আমার বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা।"

এদিকে, ঘটনার পর 13 দিন পেরিয়ে গেলেও কেন সিপিএমের আইসিসি তন্ময়কে তলব করছে না, তা নিয়ে দলের অন্দরেই নানা আলোচনা হচ্ছিল।যার ব‍্যাখা দিতে গিয়ে তন্ময় বলেন, "আইসিসি-তে যাঁরা রয়েছেন তাঁদের প্রায় সকলেই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। 3 নভেম্বর থেকে 5 নভেম্বর টানা তিনদিন পার্টির কেন্দ্রীয় কমিটির সভা ছিল দিল্লিতে। 7 তারিখ, নভেম্বর বিপ্লব রয়েছে। সেদিন পার্টির প্রায় প্রত্যেকেই কিছু না কিছু কর্মসূচিতে ব‍্যস্ত থাকবেন। আমি নিজেও ব‍্যস্ত থাকব। তারপর 8 তারিখ। মাঝে একদিন থাকবে। এটা কোনও অস্বাভাবিক ব‍্যাপার নয়।"

উল্লেখ্য, গত রাজ্য সম্মেলনের পরই দলে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখার জন্য ইন্টারনাল কমপ্লেন কমিটি(আইসিসি) তৈরি করে সিপিএম।সর্বভারতীয় স্তরেও এমন কমিটি রয়েছে সিপিএম পার্টিতে। বাংলায় সিপিএমের এই কমিটির মাথায় রয়েছেন বর্ধমানের মহিলা নেত্রী অঞ্জু কর। তাঁর নেতৃত্বেই তন্ময়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

ABOUT THE AUTHOR

...view details