দুর্গাপুর, 20 ডিসেম্বর: এক সময়ে বস্ত্রশিল্পে পিছিয়ে পড়েছিল রাজ্য ৷ সেই বস্ত্রশিল্পে ফের উন্নতি ঘটছে বাংলায় ৷ দুর্গাপুরে সিনার্জি সম্মেলনে এমনটাই দাবি করলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা । এখন এ রাজ্যে পাওয়ার লুম এবং হ্যান্ডলুম এই দুইয়ের কারণেই বস্ত্রশিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানান তিনি ।
মন্ত্রীর তরফে জানা গিয়েছে, আসানসোলে ইতিমধ্যেই পাওয়ার লুমের একটি বড় কারখানা প্রতিষ্ঠা পেয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেক্সটাইল শিল্পকে এ রাজ্যে আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন । এই মুহূর্তে পাঁচ কোটি মিটার কাপড় পাওয়ার লুম থেকে তৈরি করে পশ্চিমবঙ্গ ।
বস্ত্র শিল্প নিয়ে আশার বাণী শোনালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (নিজস্ব ছবি) কয়েকদিন পরেই কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ৷ তার প্রাক্কালে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জামালপুরের বিধায়ক অলক মাঝি ৷
এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুই জেলার জেলা পরিষদের সভাধিপতি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা-সহ দুই জেলার প্রশাসনিক আধিকারিকরা । ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের নানা সমস্যা শোনেন তাঁরা । সেগুলি সমাধানেরও আশ্বাস দিলেন । বেশ কয়েকজন শিল্পপতির হাতে ব্যাংক ঋণও তুলে দেওয়া হয় এদিন ।
শিল্পপতির হাতে ব্যাংক ঋণ তুলে দেওয়া হয় দুর্গাপুরে (নিজস্ব ছবি) রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, সেদিন থেকে শিল্পের জোয়ার এসেছে । একের পর এক কলকারখানা গড়ে উঠছে । বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হচ্ছে । বাংলায় বস্ত্র শিল্পেও গতি আসছে । প্রত্যেক জেলায় জেলায় শিল্পতালুকের শিল্পপতিদের নিয়ে বিশেষ বিশেষ বৈঠক করা হচ্ছে । আর এই ধরনের সিনার্জি সম্মেলনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিরা তাদের সমস্যার কথা জানাতে পারছেন । সেই সমস্যাগুলি সরাসরি শুনে দ্রুত মেটানোর চেষ্টা করছেন দফতরের প্রধান সচিব-সহ অন্যান্য আধিকারিকরা ।"
ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (নিজস্ব ছবি) দুর্গাপুরে সিনার্জি সম্মেলন (নিজস্ব ছবি) 'সিনার্জি' সম্মেলনে উদ্যোগপতি স্কুল গড়ার প্রস্তাব দিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ৷ তিনি বলেন, "কলকাতায় ইউপিএসসির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি ট্রেনিং ক্লাস করেছেন । সেখান থেকে 12-13 জন সুযোগ পেয়েছে । কলকাতায় যেমন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই দুর্গাপুরেও উদ্যোগ নেওয়ার দরকার আছে । যেখানে বাঙালিরা শিখতে পারবে বিনিয়োগ করতে হয় কীভাবে । কীভাবে শিল্প আনা যায় । তৈরি করা যাবে উদ্যোগপতি । রাজ্য সরকারের নানা প্রকল্প রয়েছে । ব্যাংক থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে । সেই সমস্ত কিছুই বোঝানো যাবে সেই স্কুল থেকে ।"