পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনে সফরকালে যাত্রীদের এবার থেকে খাবার সরবরাহ করবে সুইগি - IRCTC

Swiggy And IRCTC Ink MoU: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি ট্রেনে খাবার সরবরাহ পরিষেবা প্রদানের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) এর সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:11 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ:এবার থেকে ট্রেনে বসেও খাওয়া যাবে পছন্দের খাবার ৷ নিশ্চয় ভাবছেন এ আবার কী করে সম্ভব ! এর নেপথ্যে আছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি' ৷ বিষয়টি একটু খুলেই বলা যাক ৷ আগামী 12 মার্চ থেকে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া স্টেশন থেকে যাত্রীদের খাবার সরবরাহ করবে সুইগি ৷

সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, 59 স্টেশনে খাবার সরবাহ করবে সুইগি ৷ মঙ্গলবার সুইগির পক্ষ থেকে একটি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) এর সঙ্গে ৷ এই সমস্ত স্টেশনে প্রি-অর্ডার করা খাবার সরবারহ করা হবে ৷ সেই মর্মেই এই চুক্তি স্বাক্ষর করা করেছে সুইগি মার্কেট প্লেস ৷ এই প্রসঙ্গেই আইআরসিটি-র চেয়ারম্যান ও ব্যবস্থাপান পরিচালক সঞ্জয় কুমার জৈন বলেন, "ট্রেন যাত্রীদের সফর আরও আনন্দদায়ক করতে এবং সফরের সময়ে খাবারের যাতে কোনও সমস্যা না হয় তাই এই উদ্যোগ ৷"

সুইগির সিইও রোহিত কাপুর বলেন, "আমরা এই রুটে যাত্রী এবং রেস্তোরাঁ অপারেটরদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য আশাবাদী ৷ আশা করি, আমরা আরও স্টেশনে এবং নতুন রুটে পরিষেবা প্রদান করতে পারব। রেল যাত্রার সময় যাত্রীরা যদি বিভিন্ন রাজ্যের খাবারের স্বাদ পান তবে তাদের যাত্রাও সুন্দর হবে ৷"

এই মউ চুক্তিতে উল্লেখ করা হয়েছে, সুইগি বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়া স্টেটনগুলিতে খাবার পৌঁছে দেবে ৷ শীঘ্রই আরও 59টি স্টেশনের যাত্রীদের খাবার সরবরাহ করবে ৷ রেল যাত্রীদের খাবার আইআরসিটি অ্যাপ পিএনআর নম্বর দিয়ে খাবার অর্ডার করতে পারবেন ৷ পছন্দের স্টেশনে সুইগি থেকে খাবার নিতেও পারবেন ৷

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই খাবার গুলির গুণগত মান একই থাকবে ৷ খাবার যাতে গরম ও সতেজ থাকে তার জন্য একটি ইনসুলেটেড ব্যাগে সরবরাহ করা হবে ৷ নির্দিষ্ট সময়ের কিছু সময় আগেই সুইগির ডেলিভারি পার্টনার নির্দিষ্ট গন্ত্বব্যে পৌঁছে যাবেন ৷ গ্রাহকের কাছে খাবার হস্তান্তর করবে এবং বিতরণ করা খাবার চিহ্নিত করবে।

আরও পড়ুন:

  1. বর্ষবরণের রাতে সুইগিতে লক্ষ লক্ষ বিরিয়ানি-চিপস-খিচুড়ির আবদার, চাহিদা তুঙ্গে কন্ডোমেরও
  2. অঞ্জলির মৃত্যুর দিনই একইভাবে দুর্ঘটনার বলি যুবক, দিশেহারা পুলিশ
  3. নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল সুইগি ডেলিভারি বয়ের

ABOUT THE AUTHOR

...view details