হাওড়া, 24 এপ্রিল:বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ । বুধবার মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির একটি বৈঠক হয় ৷ বৈঠকের পর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম ঘোষণা করা হয় ৷ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই স্বামীজি বেলুড় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন । সোশাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর সপ্তদশ অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দ মহারাজ এবং স্বামী দিব্যানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷
নয়া অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ মঠ ও মিশনের নিয়মানুযায়ী, গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না-হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষের নেতৃত্বে কাজকর্ম পরিচালিত হয় । সেই মতো মঠের পরিষদীয় বৈঠকে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছিল। স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর থেকে তিনি অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্বে সামলেছেন। এবার স্থায়ী অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন মহারাজ। উল্লেখ্য, স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন। গত 26 মার্চ 95 বছর বয়সে প্রয়াত হন তিনি। স্বামী আত্মস্থানন্দ মহারাজের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি । 7 এপ্রিল বেলুড় মঠে তাঁর স্মরণে ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষ ভক্ত সেদিন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷
ছবি- রামকৃষ্ণ মিশন, বেলুঠ মঠ
আরও পড়ুন: