পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের অনুমতি না-মেলায় রামপুরহাটের সভায় গেলেন না শুভেন্দু, যাবেন হাইকোর্টে - Suvendu Adhikari

Suvendu Adhikari: পুলিশের অনুমতি না-মেলায় রামপুরহাটের সভায় গেলেন না শুভেন্দু অধিকারী ৷ তবে পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 4:33 PM IST

Updated : Jul 25, 2024, 5:42 PM IST

ETV BHARAT
পুলিশের অনুমতি না-মেলায় রামপুরহাটের সভায় গেলেন না শুভেন্দু (নিজস্ব চিত্র)

রামপুরহাট, 25 জুলাই: পুলিশের অনুমতি না-মেলায় রামপুরহাটের অবস্থান বিক্ষোভে সামিল হলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । গণতন্ত্র বাঁচাও-সহ একাধিক ইস্যুতে জেলা বিজেপির ধরনা সভায় তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দেন বিরোধী দলনেতা । তবে পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা (নিজস্ব ভিডিয়ো)

গত মঙ্গলবার থেকে রামপুরহাট মহকুমাশাসকের অফিসের সামনে চারদফা দাবি নিয়ে ধরনা কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি । আজ সেই কর্মসূচিতে বেলা দু'টোর সময় সামিল হওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । যদিও তার আগেই তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন পুলিশের অনুমতি না-মেলায় তিনি সেই সভায় যাচ্ছেন না ৷

শুভেন্দু তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আজ রামপুরহাট মহকুমাশাসকের দফতরের সামনে একটি ধরনা কর্মসূচি ছিল । অনুমতির জন্য তিনদিন আগে স্থানীয় পুলিশের কাছে আবেদন জানানো হয় । শেষে কোনও বৈধ কারণ ছাড়াই ধরনার অনুমতি দেয়নি পুলিশ । আইনি সচেতন ব্যক্তি হিসাবে আমি সেখানে যাচ্ছি না ।" এর পাশাপাশি পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ।

বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা এবিষয়ে বলেন, "একটি ঘটনায় আমি ও আমাদের কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয় । সেই ঘটনার প্রতিবাদে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি ও তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ তুলে আমরা ধরনায় বসেছি । আজ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ধরনায় যোগ দেওয়ার কথা ছিল । তাঁকে কাল বিধানসভাতেও হেনস্থা করা হয় । পুলিশ চক্রান্ত করে ধরনার অনুমতি দেয়নি । আমাদের নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে । তাই তিনি আসছেন না ৷" শুভেন্দু অধিকারী সশরীরে উপস্থিত না-হলেও তিনি অডিয়ো বার্তা দেবেন বলে জানা গিয়েছে ।

Last Updated : Jul 25, 2024, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details