পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কখন সরকারের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় কে জানে, রাজ্যপালকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari slams Governor: আবারও প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের দাবি-দাওয়া নিয়ে বৈঠক করায় শুভেন্দুর তোপের মুখে পড়তে হল রাজ্যের সাংবিধানিক প্রধানকে।

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 10:33 PM IST

Updated : Feb 2, 2024, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

রাজ্যপালকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, 2 ফেব্রুয়ারি: আবারও প্রকাশ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন হচ্ছে কীভাবে তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "এটা রাজ্যপালকে জিজ্ঞেস করতে হবে। কখন প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় রাজ্য সরকারের প্রতি সেটা আমার জানা নেই।"

এদিকে, গত 22 জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে যেমন রয়েছে একাধিক ভুয়ো ভোটারের নাম তেমনই একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ এই বিষয় ডেপুটেশন জমা দিতে জাতীয় নির্বাচন কমিশনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি আবারও প্রকাশ্যে এভাবেই তীব্র কটাক্ষ করেন রাজ্যপালকে।

রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, "এটা রাজ্যপালকে জিজ্ঞেস করতে হবে। কারণ উনি তো হাতেখড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয় রাজ্য সরকারের প্রতি সেটা আমার জানা নেই। পঞ্চায়েত নির্বাচনের সময় উনি ওয়ার রুম খুলেছিলেন। অভিযোগ পাঠিয়েছিলেন কিন্তু একটা অভিযোগেরও নিষ্পত্তি হয়নি। ওঁকে কেউ পাত্তা দেয় না।"

এর আগেও একাধিকবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে অশান্তিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়টি নিশ্চিত করার ভার অনেকটাই রাজ্যপালের হাতে ছিল। কিন্তু তিনি রাজিব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছিলেন। তাঁর কাছে যখন তিনটি নাম এসেছিল তখন তাঁর উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নেওয়া। পাশাপাশি, কেন্দ্রীয় আইবির থেকেও তিনি রিপোর্ট চাইতে পারেন। সবদিক ভালো করে খতিয়ে দেখার পর তাঁর কমিশনার নিয়োগ করা উচিত ছিল। এবার আবারও রাজ্যপালকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা।

Last Updated : Feb 2, 2024, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details