পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মূর্খ, বিজেপির স্রষ্টা বাঙালি; কটাক্ষ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বিজেপিতে হিন্দিভাষীদের প্রভাব বেশি বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ পালটা শুভেন্দু অধিকারীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গে রয়েছেন সেটাও বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য ।

Suvendu Adhikari
কালীপুজোর অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 1:55 PM IST

আসানসোল, 30 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁকে 'মূর্খ' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আসানসোল দক্ষিণ বিধানসভার বড়তোড়িয়া গ্রামে এবং বারাবনির নুনীতে কালীপুজোর উদ্বোধন করতে এসেছিলেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীর আক্ষেপ থেকে শুরু করে আবাস যোজনা নিয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা ৷

পাশাপাশি বিজেপিতে হিন্দিভাষীদের প্রভাব নাকি বেশি, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মালা দিয়ে আমাদের বিজেপির কর্মসূচি হয় । বিজেপির স্রষ্টা বাঙালি । মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গে রয়েছেন সেটাও বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য । মূর্খ মুখ্যমন্ত্রী ।"

মুখ্যমন্ত্রীকে 'মূর্খ' বলে কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত)

মঙ্গলবার আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে শুভেন্দু অধিকারী বলেন, "আমি প্রধানমন্ত্রীর বক্তব্য লাইভ শুনেছি । তিনি পশ্চিমবঙ্গ ও দিল্লির বয়স্ক নাগরিকদের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন ও ক্ষমা চেয়েছেন । 70 বছর বয়সের উপরে বয়স্ক নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারতে কোনও নিয়ম থাকবে না । শুধু সিনিয়র সিটিজেন ও আয়ুষ্মান কার্ড থাকলেই হবে । অথচ পশ্চিমবঙ্গ ও দিল্লিতে দুটো রাজ্য সরকার আয়ুষ্মান কার্ড চালু করতে দিচ্ছে না ।"

কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "আয়ুষ্মান কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তাঁর আক্ষেপের কথা জানিয়েছেন । আশা করি, অন্তত প্রধানমন্ত্রীর এই আক্ষেপের কথা শুনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজন কার্ড চালু করবেন । রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি বলব, আপনাদের এই ত্রুটি আপনারা মুক্ত করুন, সংশোধন করুন এবং আয়ুষ্মান ভারত সিটিজেন কার্ড চালু করুন । কারণ আপনাদের ওই ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের বাইরে তো চলেই না । রাজ্যেও কোনও হাসপাতালে বা নার্সিংহোমে আপনাদের ওই কার্ডে চিকিৎসা হয় না ।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

আবাস যোজনা সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, "আবাস যোজনা সম্পূর্ণ রাজনীতি । তৃণমূল অনেক দিন ধরে এটা পায়নি ৷ আবার বিক্রি করতে উঠে পড়ে লেগেছে ।"

কালীপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details