কলকাতা, 15 জুন: এবার রাজভবনের উলটোদিকে ধরনায় বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার কোচবিহার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন ৷ জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে তিনি সেখানে ধরনায় বসতে চান ৷ এ দিন তিনি বলেন, ‘‘যেখানে তৃণমূল কংগ্রেসকে 5 দিন ধরনার অনুমতি পুলিশ দিয়েছিল, সেখানেই ধরনায় বসার জন্য চিঠি দিয়েছি । পুলিশ কমিশনার এখনও উত্তর দেননি । আমি মঙ্গলবার আবার রিমাইন্ডার দেব ।’’
এর আগে গত বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ কিন্তু পুলিশ তাঁকে ও ঘরছাড়াদের রাজভবনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী ৷ আদালত জানায়, শুভেন্দু অধিকারী চাইলে যেতে পারেন ৷ তবে তাঁকে আগে বিস্তারিত তথ্য রাজভবনে জানাতে হবে ৷
এই প্রসঙ্গে এ দিন বিরোধী দলনেতা বলেন, ‘‘মহামান্য রাজ্যপাল নিয়ে গতকালের রায় জানেন । আগামিকাল যদি ওঁর সময় হয়, আমি 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করব ।’’ এই নিয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘(আদালত) অনুমতি নিতে বলেনি । জানাতে বলেছে । রাজভবন অনুমতি দিলেই যাব ।’’ রাজভবনে হয়তো যেতে পারবেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু তার উলটোদিকে ধরনায় বসার অনুমতি কি পাবেন ? এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘বাইরে ধরনায় বসতে পুলিশের অনুমতি লাগবে । তৃণমূলকে দিয়েছে তো । আমাদের দেবে না কেন ?’’
একই সঙ্গে বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, ‘‘জোর করে পঞ্চায়েতগুলো দখল হয়ে যাচ্ছে । কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো হয়েছে । প্রধানদের ঢুকতে দেওয়া হচ্ছে না । আমি এক্স হ্যান্ডেলে লিখেছি । দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 ব্লকের কাশীপুর পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা লাগাচ্ছে ৷ এই সময় বিজেপির কর্মীদের পাশে আমাদের থাকতে হবে ।’’ সেই কারণে তিনি রাজ্যের সব জায়গায় যাবেন বলে জানিয়েছেন ৷