কলকাতা, 3 ডিসেম্বর: বাংলাদেশ ইস্যুতে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না-হলে ভারতে আন্দোলন তীব্র করা হবে বলে মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ সারা পৃথিবীর হিন্দুদেরও এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি ৷
তিনি বলেন, ‘‘আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ, বয়কট, আন্দোলন ৷ গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ৷’’
বাংলাদেশ ইস্যুতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (ইটিভি ভারত)
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে সারা বাংলাদেশ উত্তাল ৷ সেই বিক্ষোভের আঁচ পড়েছে এপারেও ৷ গত কয়েকদিন ধরে বিজেপির তরফে এই নিয়ে নানা প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে ৷ অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতেও বিজেপি নেতাদের দেখা গিয়েছে ৷
যদিও চিন্ময়কৃষ্ণ দাস এখনও কারাগারের অন্তরালে রয়েছেন ৷ মঙ্গলবার তাঁর মামলার শুনানি ছিল ৷ সেই শুনানি একমাসের জন্য পিছিয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশের সিনিয়র আইনজীবী রমেন রায়ের উপর মৌলবাদীরা হামলা করেছে ৷ ওই আইনজীবী এখন আইসিইউতে রয়েছেন ।
আরও এক আইনজীবীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে । আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ করা উচিত ৷ এর পাশাপাশি সারা পৃথিবীর ইসকনের সঙ্গে যুক্ত মানুষদের প্রতিবাদ করা উচিত । বিরোধীদের আরও বক্তব্য, বাংলাদেশে হামাস, আইসিস, তালিবানের থেকেও ভয়ঙ্কর হামলা হচ্ছে ৷ বাংলাদেশের সেনারাই অত্যাচার করছে, কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয় ।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও কটাক্ষ করেছেন তিনি ৷ শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের ভয় পাচ্ছেন । সোমবার পেট্রাপোলে কোনোরকম ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু উপস্থিত হয়েছিলেন । সেই কারণে মুখমন্ত্রী হিন্দুদের ভয় পাচ্ছেন । তাই মুখ্যমন্ত্রী নানা কথা বলে তৃণমূলের সঙ্গে থাকা কিছু সংখ্যক হিন্দুদের ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ৷ পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, রাজ্যে যে স্বাস্থ্য-দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়েও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ৷
অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে আগামী বৃহস্পতিবার 50টি হিন্দু সংগঠন বেলা 2 টোর সময় রানি রাসমণিতে জমায়েত করতে চলেছে । আর ওইদিনের জমায়েতের আগামী কর্মসূচির ঘোষণা করা হবে ।