শিলিগুড়ি, 20 জানুয়ারি:মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা শুভেন্দু অধিকারীর। এবার মুখ্যমন্ত্রীকে 'অর্ধ উন্মাদ' বললেন বিরোধী নেতা। পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা প্রসঙ্গেই মমতাকে একহাত নিতে দেরি করলেন না তিনি । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল হয়েছে । সকাল 10টার পরিবর্তে 9.45 মিনিট থেকে শুরু হবে পরীক্ষা ৷ তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । 'মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা অন্যায় ৷' শুক্রবার শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তিনি ।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে গতকাল সড়কপথে কোচবিহারের মেখলিগঞ্জ রওনা দেন। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা । পাশাপাশি রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । এদিন শুভেন্দু অধিকারী বলেন, "পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত অত্যন্ত অন্যায় । আমার মনে হয় এই সিদ্ধান্ত পর্ষদের নয়। এটা যার সোডিয়াম পটাশিয়ামের গন্ডোগোল যার হয়েছে তার সিদ্ধান্ত। মুকুল রায়ের মতো তার মাথায় গন্ডোগোল দেখা দিয়েছে। তিনি অর্ধ উন্মাদ।"