কলকাতা, 6 এপ্রিল: ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করল বিরোধী শিবির ৷ সোশাল মিডিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি, পুলিশ কর্তাদের মদতেই এনআইএ-এর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ অন্যদিকে, ঘটনার জন্য সরসারি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা শুভেন্দু হামলার ভিডিয়ো শেয়ার করেন ৷ পোস্টে লেখেন, "পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে যান এনআইএ আধিকারিকরা ৷ সেখানে তাঁদের উপর যে হামলা হয়েছে তা থেকে স্পষ্ট রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ যেহেতু এখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, তাই এটাই সঠিক সময় ভূপতিনগর থানার ওসি, এসডিপিও, জেলাপুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ৷"
তিনি আরও বলেন, "সন্দেশখালি ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচণাতেই এনআইএ আধিকারিকদের উপর ফের হামলা হয়েছে ৷ কিছুদিন আগেই কোচবিহারের মাথাভাঙার একটি রাজনৈতিক সভা থেকে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ বারবার সমন পাঠালেও তৃণমূল নেতা বলাই মাইতি হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতার করতে যান গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ তৃণমূল নেতারা সবসময় পরিকল্পনা করছেন কীভাবে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপর হামলা চালানো যায় ৷"
ঘটনার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি বলেন, "ভূপতিনগরে এনআইএ-এর উপর হামলা, সন্দেশখালিতে ইডির উপর হামলা প্রমাণ করছে কলকাতা থেকে পরিকল্পনা করে এই হামলা করানো হয়েছে ৷ এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও পরিকল্পনা রয়েছে ৷ এই হামলা ভারতের সার্বভৌমত্বের উপরে হামলা ৷"