পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ওটা বাঘ কেন বিড়ালও নয়', অনুব্রতর মুক্তি প্রসঙ্গে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রর - Surjya Kanta Mishra - SURJYA KANTA MISHRA

Surjya Kanta Mishra on Anubrata and Mamata Banerjee: দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের সমালোচনায় সরব হলেন সূর্যকান্ত মিশ্র ৷ মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কটাক্ষ করে কী বললেন তিনি ?

Surjya Kanta Mishra
সূর্যকান্ত মিশ্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 9:28 PM IST

কোচবিহার, 24 সেপ্টেম্বর: সবাই বলছে বাঘ । আমি বলছি বিড়ালও নয় । অনুব্রত মণ্ডলের জেলমুক্তির পর দলীয় কর্মীদের উচ্ছ্বাস প্রসঙ্গে এমনটাই বললেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার কোচবিহারে আসেন তিনি ৷ সেখানেই দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে কথা বললেন সূর্যকান্ত মিশ্র ৷

কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন । ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী সেই ইস্যুতে সিপিএম নেতা বলেন, "উনি তো শুধু ঝগড়া করছেন । ঝগড়া না করে উনি সুপ্রিম কোর্টে যেতে পারেন । সুপ্রিম কোর্ট তো তৃতীয় পক্ষ নিয়োগ করতে পারে গোটা বিষয়টি দেখার জন্য । আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা নিয়মিত মনিটরিং করতাম । এখন কিছুই হচ্ছে না । সমস্যা সমাধান না করে কেবল দোষ দেখছেন সবার ৷ উনি শুধু জেলা সফর করে বেড়াচ্ছেন ৷"

সূর্যকান্ত মিশ্রের বক্তব্য (ইটিভি ভারত)

এদিন তিনি বলেন, "লুঠেরাদের সরকার চলছে । চারদিকে সব লুঠপাট চলছে । স্বাস্থ্য থেকে শিক্ষা সবেতেই দুর্নীতি হচ্ছে । নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে । এদের বিরুদ্ধে রাজ্যের মানুষ পথে নেমেছে ।"

পাশাপাশি ময়নাগুড়িতে এদিন মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনায় তাঁর বক্তব্য, শুধু রেল কেন কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্পই ঠিকমতো চালাতে পারছে না । সব প্রকল্পে দুর্নীতি হয়েছে । রাম মন্দির থেকে সংসদ ভবন সবেতেই দুর্নীতি হয়েছে ।

বন্যায় মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা সাহায্য, গৃহহীনদের ঘর দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details