পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটপরবর্তী হিংসার মামলা রাজ্যের বাইরে সরানোর আবেদন, সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই - SC raps CBI over Post Poll Violence

2021 Post Poll Violence Cases: একুশের বিধানসভা নির্বাচনের শেষে পশ্চিমবঙ্গে যে হিংসার ঘটনাগুলি ঘটেছিল, তার মামলাগুলি রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই ৷ এই আবেদনে বিচার ব্যবস্থাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত ৷

2021 Post Poll Violence Cases
ভোট-পরবর্তী হিংসার মামলা (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 1:13 PM IST

Updated : Sep 20, 2024, 4:01 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি রাজ্যের বাইরে সরাতে চেয়ে দেশের শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই ৷ এদিন সুপ্রিম কোর্ট সিবিআইকে জানায়, এই আবেদন করে তারা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে ৷ এই আবেদন পশ্চিমবঙ্গের সব আদালতগুলির জন্য মানহানিকর ৷ এরপর মামলাগুলি অন্য রাজ্যে সরানোর আবেদন প্রত্যাহার করে নিয়েছে সিবিআই ৷

2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটে ৷ সেই মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যেতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2023 সালের ডিসেম্বরে করা সেই আবেদনের শুনানি চলছিল এদিন ৷ সিবিআই-এর পক্ষে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ৷

বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, "কীসের ভিত্তিতে আপনি সমগ্র বিচার ব্যবস্থার নিয়ে প্রশ্ন তুলছেন ? আপনারা এমন করছেন যেন সারা পশ্চিমবঙ্গেই একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে ৷"

বেঞ্চ সিবিআই-কে উদ্দেশ্য করে বলে, "আপনার আধিকারিকরা হয়তো একটি নির্দিষ্ট রাজ্যের বিচার বিভাগীয় আধিকারিকদের পছন্দ করেন না ৷ তার জন্য আপনারা এটা বলতে পারেন না যে পুরো বিচার ব্যবস্থাই অচল হয়ে গিয়েছে ৷ জেলা বিচারক থেকে শুরু করে সিভিল জাজ, সেশনস কোর্টের জাজেরা এখানে এসে তাঁদের পক্ষ সমর্থনে লড়তে পারবেন না ৷"

সিবিআই-এর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আদালতকে অসম্মান করার কোনও ইচ্ছে নেই ৷ ভোট-পরবর্তী হিংসার মামলায় খসড়া তৈরিতে একটা খামতি থেকে যাচ্ছে ৷ তাই মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যেতে চেয়েছিল সিবিআই ৷

দেশের শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই-এর তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির শুনানি অন্য রাজ্যে সরানোর আবেদন প্রত্যাহার করে নেন ৷

সুপ্রিম কোর্ট এদিন পর্যবেক্ষণে জানায়, "সাধারণভাবে পশ্চিমবঙ্গের সব আদালতগুলির বিরুদ্ধে অসম্মানজনক অভিযোগ করা হয়েছে ৷ বারংবার দাবি করা হচ্ছে যে, রাজ্যের আদালগুলিতে একটা অস্থির পরিবেশ রয়েছে ৷ এটা দুর্ভাগ্যজনক ৷"

Last Updated : Sep 20, 2024, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details