শান্তিপুর, 3 ডিসেম্বর: কথা না শুনলে দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটিয়ে দেব ! এই ভাষাতেই মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ সরকারি হাসপাতালের সুপারের বিরুদ্ধে। চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দফতর এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা চিকিৎসক। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুপার।
ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। ওই মহিলা চিকিৎসকের নাম সুকন্যা রায়। তিন মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান করেন। তাঁর অভিযোগ, কাজে যোগদানের পর থেক হাসপাতাল সুপার তথা চিকিৎসক তারক বর্মন তাঁর উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতে থাকেন।
চিকিৎসকের দাবি, তিনি প্যাথলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাঁকে দিয়ে এমার্জেন্সিতে ডিউটি করানো হত। পাশাপাশি নাইট ডিউটি করতেও চাপ দেওয়া হত। প্রতিবাদ করতে গেলে তাঁকে দ্বিতীয় অভয়াকাণ্ডের শিকার হতে হবে বলে নাকি হুমকিও দিতেন হাসপাতালের সুপার। এরপরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দফতর এবং থানায় দ্বারস্থ হন। শান্তিপুর থানায় তারক বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। তিনি চাইছেন অবিলম্বে তাঁকে যেন অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দফতর।