পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বাঙালির সম্মান জলাঞ্জলি দিয়েছেন মুখ্যমন্ত্রী', মোদিকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে তোপ সুকান্তর - Sukanta Majumdar

Sukanta Majumdar: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করার অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী বাঙালির মান সম্মান জলাঞ্জলি দিয়েছেন বলে তিনি কটাক্ষ করেছেন ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 4:42 PM IST

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা, 5 ফেব্রুয়ারি: রেড রোডের ধরনা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় এ বার তাঁর দিকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

সোমবার সকালে লোকসভা অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি ৷ তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, এ ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়, অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো নয়ই । বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী ।"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের মুখে শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের কথা ৷ কুণাল বলেছেন, "ভোটে জেতার পর চরাম চরাম ঢাক বাজবে ৷" এই মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "আগে যে বাঘ চরম চরম বলতো সে এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহাড় জেলে, এখন এই নতুন অনুব্রত, কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটাই দেখার ।"

বাসন্তীতে বিজেপি করার অপরাধে একটি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করার অভিযোগ প্রসঙ্গে এ দিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, "সব জায়গাতেই এটা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায় বিস্তীর্ণ অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে । সন্ত্রাসের এপিসেন্টার হচ্ছে ডায়মন্ডহারবার লোকসভা । এই লোকসভাতেই সব থেকে বেশি সন্ত্রাস হয় ।"

তৃণমূলের টানা কর্মসূচি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "সভা মিছিল তো করতে পারছে না ৷ যত ভোট আসছে ধরনা কর্মসূচি করবে । মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছেন, প্রশাসনিক বৈঠকের নামে সভা করছেন । পার্টির সভা তো করতে পারছে না, লোক আসছে না ।"

পঞ্চায়েত প্রধানের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, "আমি তো আগেই বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা স্বশক্তিকরণের কথা বলেন, নারীদের কথা বলেন, মহিলাদের কথা বলেন ৷ বোঝাই যাচ্ছে বাংলার মেয়েদের অবস্থা কী, প্রধানরা নিজেরা পঞ্চায়েত চালাবেন না, তাঁদের স্বামীরা পাশে বসে পঞ্চায়েত চালাবেন ।"

আরও পড়ুন:

  1. সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা, একশো দিনের কাজের বকেয়া নিয়ে কটাক্ষ সুকান্তর
  2. 'আমি অলআউট খেলব', রেড রোড থেকে ফের জোটকে বার্তা মমতার
  3. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details