পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল জেলা হাসপাতালে কোলন ক্যানসারের সফল অস্ত্রোপচার - COLON CANCER SURGERY

অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি চিকিৎসকরা ৷ ডাক্তারদের ধন্যবাদ রোগীর ৷

COLON CANCER SURGERY
আসানসোল জেলা হাসপাতালে কোলন ক্যানসারের সফল অস্ত্রোপচার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 8:51 PM IST

আসানসোল, 14 জানুয়ারি: নড়বড়ে পরিকাঠামো, চিকিৎসা হয় না, এমন বদনাম চিরকাল সরকারি হাসপাতালের । কিন্তু সেখান থেকেও ক্যানসার চিকিৎসায় বারেবারে অসাধ্যসাধন করেছে আসানসোল জেলা হাসপাতাল । এবার বিনামূল্যে জটিল কোলন ক্যানসারের সফল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করল আসানসোল জেলা হাসপাতালের ক্যানসার ও শল্য চিকিৎসা বিভাগ ।

জামুড়িয়ার বাসিন্দা শেখ আনোয়ার (35) পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালের বহির্বিভাগে দেখাতে আসেন । সেখানে তাঁকে দেখেন আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক অমিত গুপ্ত । তিনি বলেন, "ওই রোগী যখন আসানসোল জেলা হাসপাতাল দেখাতে আসেন, তখন তাঁর পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল । এর সঙ্গে সঙ্গে তাঁর বারবার মলত্যাগ হচ্ছিল এবং মলত্যাগের সময় রক্ত বের হচ্ছিল । শুধু তাই নয়, ওই রোগীর খুব দ্রুত ওজন হ্রাস হচ্ছিল ।’’

আসানসোল জেলা হাসপাতালে কোলন ক্যানসারের সফল অস্ত্রোপচার (ইটিভি ভারত)

ড. অমিত গুপ্ত আরও বলেন, ‘‘আমরা হাসপাতালেই ওই রোগীর সিটি স্ক্যান করি । এছাড়াও প্রয়োজনীয় যা পরীক্ষা করার সমস্ত পরীক্ষা করা হয় । সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, ওই ব্যক্তির কোলনে বড় ধরনের টিউমার আছে । যা থেকে ক্যানসারও হতে পারে । আর এমন সন্দেহ হওয়ার পর আমরা হাসপাতালেই ওই রোগীর বায়োপসি পরীক্ষা করাই । আসানসোল জেলা হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ড. অমিত মুখোপাধ্যায় তত্ত্বাবধানে ধরা পড়ে ওই ব্যক্তির ক্যানসার রয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘গত 24 ডিসেম্বর ওই রোগীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং গত 4 জানুয়ারি ওই রোগীর জটিল অস্ত্রোপচার হয় । প্রায় 50 সেন্টিমিটার অংশ তাঁর শরীর থেকে বাদ দেওয়া হয়েছে । রোগী বর্তমানে সুস্থ রয়েছেন । আগের মতো খাওয়া দাওয়া করছেন । আমরা এই জটিল অপারেশন সফল করতে পেরে খুব খুশি ।"

সুস্থ হয়ে যাওয়া রোগীর সঙ্গে ডাক্তাররা (নিজস্ব চিত্র)

আসানসোল জেলা হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ড. অমিত মুখোপাধ্যায় বলেন, "এই সম্পূর্ণ চিকিৎসা একটি টিমওয়ার্ক তৈরি করে করা হয়েছে । যখনই এরকম ধরনের কোনও জটিল সমস্যা নিয়ে রোগী আসেন তখন আমাদের হাসপাতালে চিকিৎসকদের মধ্যে একটি বোর্ড তৈরি করা হয় এবং তারপর সেই বোর্ড থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসার পদ্ধতি নিয়ে । আমরা ইতিমধ্যেই আসানসোল জেলা হাসপাতালে 12 জনের ব্রেস্ট ক্যানসার অপারেশন করতে সক্ষম হয়েছি । প্রত্যেকে সুস্থ আছেন । আমাদের এই ক্যানসার ইউনিট থেকে 1200-র বেশি মানুষ বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা পাচ্ছেন ।"

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, "সরকারি হাসপাতালের পরিকাঠামোতে এত বড় অপারেশন সহজে করা যায় না । কিন্তু তাও আমাদের হাসপাতালে চিকিৎসকরা টিম তৈরি করে এরকম বড় কাজ বারবারই করছেন । এর জন্য আমি গর্বিত । আমি আমার গোটা টিমকে শুভেচ্ছা জানাই ।"

সুস্থ হয়ে যাওয়া রোগী (নিজস্ব চিত্র)

অন্যদিকে যে রোগী ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেই মহম্মদ আনোয়ার বলেন, "আমি আসানসোল জেলা হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুব খুশি । চিকিৎসক থেকে শুরু করে নার্স প্রত্যেকেই অসাধারণ পরিষেবা দিয়েছেন । আমি আমার নতুন জীবন ফিরে ফিরে পেয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details