পশ্চিমবঙ্গ

west bengal

অ্যাডমিশন পোর্টাল খুললেও ই-মেলে ওটিপি আসছে দেরিতে, সুরাহা মিলছে কীভাবে? - College Admission Portal

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 5:38 PM IST

Centralised Admission Portal: কেন্দ্রীয় পোর্টালে কলেজে ভর্তির প্রক্রিয়ায় প্রথম দিনেই সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা ৷ ইমেলে ওটিপি আসতে অনেকটা সময় নিচ্ছে ৷ ততক্ষণে পেরিয়ে যাচ্ছে ওটিপি পূরণ করার 48 সেকেন্ডের সময়সীমা ৷ পড়ুয়ারাই শেষে বের করল ওটিপি সমস্যার সমাধান ৷

Centralised Admission Porta
অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়ায় সমস্যা (নিজস্ব ছবি)

কলকাতা, 24 জুন: ভর্তি শুরুর 24 ঘণ্টা কাটতে না কাটতে সমস্যা দেখা দিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ৷ সেটি খুলতে সময় নিচ্ছে বেশ খানিকক্ষণ ৷ আবার যেনতেন প্রকারে পোর্টাল খুললেও ভর্তির জন্য ই-মেলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে না ওটিপি ৷ চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা ৷ বি.কম পড়ার জন্য আবেদন করা কৃষ্ণেন্দু দাস বলেন, "বহুবার চেষ্টা করছি ৷ কিন্তু কিছুতেই ওটিপি আসছে না । তাই বাকি কাজটাও করতে পারছি না ।"

প্রথমে পোর্টাল খুললে এই পেজটা আসবে (নিজস্ব ছবি)

জিৎ ঘোষ নামে আরেক ছাত্রের কথায়, "আমি বেশ কিছু সাইবার ক্যাফেতে গিয়েও চেষ্টা করেছি । কিন্তু কিছুতেই ই-মেলে ওটিপি আসছে না । পোর্টালের হেল্পলাইন নম্বর বন্ধ ৷ ই-মেলে জানতে চাইছি কেন ওটিপি আসছে না ৷ 4 ঘণ্টা পেরিয়ে গেলেও সেখান থেকে কোনও উত্তর আসেনি ৷ অবশেষে আমি নিজে থেকেই মেসেজে আসা ওটিপি মেলের জায়গায় বসিয়ে দিয়েছি । তাতেই দেখলাম সমস্যার সমাধান হল ৷ দু'টো ওটিপি একই ৷"

রেজিস্টার করতে হবে পড়ুয়াদের (নিজস্ব ছবি)

এ বছর থেকে রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন ৷ তার জন্য আগেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ রবিবার রাত 12টা থেকে খুলে গিয়েছে সেই কলেজে ভর্তির পোর্টাল । তার মাধ্যমে নিজের পছন্দের মত কোর্স বা কলেজ বেছে নিতে পারছেন পড়ুয়ারা । রাত থেকে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া চালুও করে দিয়েছে ছাত্রছাত্রীরা । কিন্তু সেই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে ৷

কলেজে ভর্তির আবেদন করার প্রক্রিয়াতে প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে । সেখানে Centralised Admission Portal ট্যাবটি ক্লিক করতে হবে । অথবা সরাসরি wbcap.in এ যেতে হবে । পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করার জন্য প্রথমে রেজিস্টার করতে হচ্ছে পড়ুয়াদের ৷ তার জন্য দরকার পড়ছে ফোন নম্বর ও ইমেল আইডি ৷

তারপর ফর্ম পূরণ করতে লাগবে ওটিপি (নিজস্ব ছবি)

রেজিস্টার করার পর তৈরি করতে হবে স্টুডেন্ট আইডি ৷ এর জন্য একটা পেজ খুলছে ৷ যেখানে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে ছাত্রছাত্রীদের । বেশ কিছু বিভাগ রয়েছে ৷ নিজের সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হচ্ছে সেখানে ৷ তার মধ্যে ফোন ও ইমেল ওটিপি যাচাইয়ের জায়গা থাকছে ৷ সেখানে ফোন নম্বর ও ইমেল আইডি দিলে সংশ্লিষ্ট ডিভাইসে ওটিপি আসবে ৷ তাতেই সমস্যা হচ্ছে ৷ সঠিক ইমেল আইডি দিলেও যথাসময়ে ওটিপি আসছে না বলে দাবি পড়ুয়াদের ৷ অথচ ওটিপি যাচাইয়ের সময়সীমা মাত্র 48 সেকেন্ড ৷ পড়ুয়াদের আরও দাবি, ফোন নম্বরে সময়ে ওটিপি এলেও ইমেলের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না ৷ অনেকক্ষণ সময় লাগছে ইমেলে ওটিপি আসতে ৷ অনেকের আবার ওটিপি আসছেই না ৷ তাই নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা ।

শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় পোর্টালের ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে বহু পোস্ট করতে দেখা যাচ্ছে পড়ুয়াদের । এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এসএফআই এবং এইআইডিএসও । এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় ভর্তির পোর্টাল করা উচিত । এই পোর্টালের ন্যূনতম পরিকাঠামো নেই । সকাল থেকেই সমস্যা হচ্ছে । ঠিক মতো ওটিপি আসছে না । যদি ব্যবস্থা না-নেয় সরকার, এই ঘটনা বারবার ঘটবে । এই পোর্টালকে কেন্দ্র করে রাজ্য সরকার আরও একবার বঙ্গের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে ।"

ABOUT THE AUTHOR

...view details