গাইঘাটা, 12 ফেব্রুয়ারি: সহপাঠীর মায়ের স্কুটিতে চেপে বুধবার সকালে স্কুল যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী সঞ্জিতা ৷ স্কুটি থেকে নিজের ছেলে ও সঞ্জিতাকে নামানোর তাদের দাঁড়াতে বলেছিলেন সবিতা ৷ সেই কথা বুঝতে পারেনি মূক ও বধির খুদে পড়ুয়া ৷ ছুটে রাস্তা পেরিয়ে স্কুলের দিকে যাওয়ার সময় ঘটে অঘটন ৷ মুরগি বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে সঞ্জিতাকে ৷ এদিকে গাড়ি রেখে তা দেখতে পেয়েই দৌড়ে আসেন সবিতা ৷ কোলে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সঞ্জিতার ৷ নিজের কোলে এভাবে একটা বাচ্চার মৃত্যুর কথা ভাবতেই ডুকরে কেঁদে উঠছেন সবিতা ৷
নিহত ওই ছাত্রীর নাম সঞ্জিতা মণ্ডল । সে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বিষ্ণুপুর ফরিদকাঠি নিম্ন বুনিয়াদি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী । বুধবার সকালে স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এরপরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । আটক করা হয় ঘাতক গাড়িটিকে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা । এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে । তার চালকও গ্রেফতার হয়েছে ৷ স্কুলের সামনে পুলিশ মোতায়েন নিয়ে অভিভাবকের দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।