আরামবাগ, 14 জুন: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্রী ৷ বাবার অত্যাচার সহ্য করতে না পেরে পড়ুয়া এই কাজ করেছে বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত রামকৃষ্ণ পল্লিতে ৷ মৃত ছাত্রীর বয়স 18 বছর ৷ একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা ৷
তিনি অভিযোগ করে বলেন, "শ্বশুরবাড়িতে আমার ও মেয়ের উপর নিয়মিত অত্যাচার করত স্বামী ৷ অতিষ্ঠ হয়ে আরামবাগে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি ৷ এরপর ফোন করে হুমকি দিত স্বামী ৷ আমাকে, মেয়েকে অপমান করত ৷ বাবার অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়ে আত্মহত্যা করেছে ৷" যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী ৷
তিনি দাবি করেছেন, মেয়ের পড়াশোনার উন্নতির জন্য আরামবাগে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল ৷ তারপর থেকেই মা-মেয়ে তাঁর উপর অত্যাচার করত। মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি ৷ টাকা, সোনার গয়না, যা ছিল স্ত্রী নিয়ে নিয়েছে বলে পালটা অভিযোগ করেন তিনি ৷ মেয়েকে নাকি অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি ৷ মেয়ের আত্মহত্যার ঘটনায় স্ত্রী-র করা অভিযোগ অস্বীকার করেন মৃতের বাবা ৷ পালটা জানান, পুলিশে অভিযোগ দায়ের করবেন ৷ এ ঘটনায় স্থানীয় গ্রামের বাসিন্দারা জানান, মেয়েকে পড়ানোর জন্য আরামবাগে নিয়ে এসেছিলেন বাবা ও মা। তারপরে যে কী হল কিছুই বুঝে উঠতে পারছেন না।