পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 ভাষায় আরজি করে নির্যাতিতার মা-বাবার বক্তব্যের ভিডিয়ো অমিত শাহকে দিলেন রাজ্যপাল - RG Kar Doctor Rape and Murder

RG KAR INCIDENT: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথোপকথনের তথ্য অমিত শাহকে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এছাড়াও, অপরাজিতা বিল নিয়ে একাধিক বিষয় রাজ্যের কাছে জানতে চাইল রাজভবন ৷

Governor CV Ananda Bose and Amit Shah
অমিত শাহ ও রাজ্যপাল সিভি আনন্দ বোস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 8:00 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি গোটা দেশের । তাঁর বাবা-মা'ও সঠিক বিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও রাজ্যপাল পরিবারের সঙ্গে দেখা করেছেন । কথা বলেছেন । রাজ্যপালের সঙ্গে ফোন-ভিডিয়ো কল ও সরাসরি নির্যাতিতার বাবা-মা'য়ের সঙ্গে কথোপকথনের তথ্য এবার পৌঁছে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে । সপ্তাহখানেক আগে বাংলা, হিন্দি ও ইংরাজি এই তিন ভাষায় অনুবাদ করে ভিডিয়ো জমা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সদ্য রাজ্য বিধানসভায় পাশ হওয়া 'অপরাজিতা' বিল নিয়েও একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে ।

সূত্রের খবর, গতকাল বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বিধানসভা থেকে রাজভবনে পৌঁছয় সদ্য পাশ হওয়া 'অপরাজিতা' বিল । তা রাতের মধ্যে ভালো করে খতিয়ে দেখা হয়েছে । তারপর আজ রাজভবন থেকে সেই বিল পাঠানো হয়েছে রাজ্যের আইন বিভাগের কাছে । সূত্রের দাবি, এই বিল তৈরির আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল কিনা, কোন বিশেষজ্ঞ দল বা কাদের দিয়ে এই বিল তৈরি করা হয়েছে ইত্যাদি একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে । জানা গিয়েছে, সেই সব প্রশ্নের সঠিক জবাব আসার পরই পরবর্তী পদক্ষেপ করবে রাজভবন ৷

অন্যদিকে, এই বিল নিয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফে একাধিক প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যাকে আক্রমণ করা হয়েছে । সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, "মুখ্যমন্ত্রী এখন বিধানসভা ডেকে বললেন এবার ফাঁসি হবে । মিথ্যাচার । বিচার আইন আনার ক্ষেত্রে পদ্ধতি আছে । আমরা টোটকা নয়, সার্জারি চাই । আইন আনার ক্ষেত্রে বিধানসভা, বিধায়করা বললেন না । একটা প্রাইভেট সংস্থা দিয়ে আউট সোর্সিং করা হয়েছে । আসলে যারা আইনের পক্ষে তাদের সংসদ, বিধানসভায় যেতে হয় । তা হয়নি । যারা আইন ভাঙে তারাই সংসদে, বিধানসভায় গিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details