পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বছরে দু'বার কলেজে ভর্তি ! করা যাবে বিষয় বদলও, ইউজিসির নয়া খসড়া নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর - BRATYA BASU ON UGC NEW RULES

দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে পড়লেও কলেজে বিজ্ঞান নিয়ে ভর্তি হওয়া যাবে ৷ ইউজিসির নয়া নিয়ম নিয়ে কী মত শিক্ষামন্ত্রীর ?

Bratya Basu on UGC New Rules
ইউজিসির নয়া খসড়া নিয়ে ব্রাত্য বসু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 11:02 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর:এবার বছরে দু'বার ভর্তি কলেজে । একবার ভর্তি হয়ে যাওয়ার পরেও থাকছে সুযোগ । নিয়ম অনুযায়ী জুলাই-অগস্ট মাসে একবার কলেজে ভর্তি সুযোগ থাকছে । আবার যে সমস্ত কলেজ প্রস্তুত থাকবে তারা আরও একবার ভর্তি করতে পারবে বছরের শুরুতেই । অর্থাৎ, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আবারও প্রথম বর্ষের পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবে । উচ্চশিক্ষায় এমনই প্রস্তাব আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ।

এর পাশাপাশি আসছে আরও বেশ কিছু বদল । জাতীয় শিক্ষানীতি 2020-কে মান্যতা দিয়েই ইউজিসির তরফে একাধিক নতুন প্রস্তাব নিয়ে আসা হয়েছে । দু'বার কলেজে ভর্তির পাশাপাশি ইউজিসির নতুন প্রস্তাবে বলা হয়েছে যদি কোনও পড়ুয়া বাংলা নিয়ে পড়তে চায়, তাহলে তার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে । সেই বিষয়টি যে কোনও টেকনিক্যাল বিষয় হলেও সমস্যা হবে না । আর সেখানেই গুরুত্বপূর্ণ হবে এই দু'বার কলেজে ভর্তির প্রক্রিয়া ।

ইউজিসির নয়া খসড়া (ইটিভি ভারত)

এবার দুটি বিষয় নিয়ে যদি প্রশ্ন করে একজন পড়ুয়া তাহলে তার ক্রেডিট পয়েন্ট অনেকটা বৃদ্ধি পাবে । স্নাতকস্তরে একজন পড়ুয়া যদি একটি বিষয় পঞ্চাশ শতাংশ ক্রেডিট পয়েন্ট পেয়ে যায়, তাহলে বাকি 50 শতাংশ হবে তার দক্ষতা নির্ভর । বর্তমানে স্নাতকস্তরের সময়সীমা 3-4 বছরের । তবে সেটা যদি কেউ চায় তাহলে তা কমিয়ে 1 কিংবা 2 বছরে শেষ করতে পারবে । তবে সেক্ষেত্রে বেশ কিছু বদল রয়েছে ।

এরই সঙ্গে বলা হয়েছে যদি কোনও পড়ুয়া দ্বাদশ শ্রেণিতে আর্টস নিয়ে পড়াশোনা করে, তাহলে তার কাছে স্নাতক এবং স্নাতকস্তরে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ থাকবে । এমনকী এর বিপরীতটাও হবে । এই প্রস্তাবের খসড়া ইউজিসি পাঠাবে কেন্দ্রের কাছে । সেখানে অনুমোদন দিলেই নতুন এই পদ্ধতি জারি করা হবে । তবে এই নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ । বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোল-নলচে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে ? আসলে চুপিচুপি পিছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েদের সাধ্যের বাইরে চলে যায় ! # "ওরা যত বেশি জানে, তত কম মানে !"

ABOUT THE AUTHOR

...view details