পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে 'না' উচ্চশিক্ষা দফতরের - CONVOCATION CEREMONY CANCELLED

Convocation Ceremony: বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মতি নেই শিক্ষা দফতরের ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল শিক্ষা দফতর ৷

Etv Bharat
বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে 'না'

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:12 PM IST

কলকাতা, 19 এপ্রিল: এবার বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাধা উচ্চশিক্ষা দফতরের। বিজ্ঞপ্তি জারি করে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল উচ্চশিক্ষা দফতর। আগামী 26 তারিখ বারাসত বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছিল। তবে এই অনুষ্ঠানে সায় নেই উচ্চশিক্ষা দফতরের। তার কারণ হিসাবে জানানো হয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোনও স্থায়ী উপাচার্য নেই তাই সমাবর্তন অনুষ্ঠান হবে না ।

উচ্চশিক্ষা দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী 26 এপ্রিল সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনও স্থায়ী উপাচার্য নেই। স্থায়ী উপাচার্য ছাড়া সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত করা আইনবিরুদ্ধ। উপাচার্য না থাকলেও রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে সেই অনুমতিও নেওয়া হয়নি। পাশাপশি, লোকসভা নির্বাচনের কারণে বর্তমানে লাগু হয়েছে আদর্শ আচরণবিধিও। তাই এখন এই সমাবর্তন অনুষ্ঠান করা যাবে না।

বিতর্ক উঠেছিল সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সময় থেকে। সেই সময়ও সমাবর্তন অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি উচ্চশিক্ষা দফতর থেকে। পরবর্তীতে অনুষ্ঠানের আগের দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেন আচার্য। তখন রাজ্য সরকারের অনুমতি নিয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

তবে তার পর থেকে এখনও পর্যন্ত একটাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অনুমতি দেয়নি উচ্চশিক্ষা দফতর। তার কারণ হিসাবে দফতর জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই ৷ ফলে সমাবর্তন অনুষ্ঠান হতে পারে না। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে রাজ্যপাল ও শিক্ষা দফতরের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে তার প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলছে ঘাত-প্রতিঘাত ৷ তার মধ্যেই বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাধা দিল উচ্চশিক্ষা দফতরের ৷

ABOUT THE AUTHOR

...view details