কলকাতা, 27 জানুয়ারি: এবার পথে নামলেই মিলবে সরকারি বাস! রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে নতুন করে অস্থায়ী বাস চালক ও কন্ডাক্টার নিয়োগের প্রস্তাব দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভায়। সোমবার রাজ্য মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলেই খবর।
কয়েকদিন আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস না থাকা নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এমনকী সাধারণ মানুষকে বাসের জন্য যে রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে তা খতিয়ে দেখতে খোদ মন্ত্রীকেই রাস্তায় নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সমস্যার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, যথেষ্ট বাস রয়েছে রাজ্যের হাতে। তবে পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর না থাকায় ঠিকমতো বাস চলানো সম্ভব হচ্ছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এই অবস্থায় শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে নতুন করে অস্থায়ী বাস চালক ও কন্ডাক্টার নিয়োগের প্রস্তাব রাখা হয় মন্ত্রিসভার বৈঠকে ৷ তাতেই মেলে সবুজসংকেত। চুক্তি ভিত্তিতে চালক এবং কন্ডাক্টর নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভা 881 জন অস্থায়ী কর্মী নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। যার মধ্যে 487 জন ড্রাইভার এবং 394 জন কন্ডাক্টার।
পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতি মাসেই গড়ে 15 জন চালক ও কন্ডাক্টর অবসর নিচ্ছেন। লকডাউনের পর থেকে চুক্তি ভিত্তিতেও চালক ও কন্ডাক্টর নিয়োগ করা যায়নি। তবে শহরের বুকে এই মুহূর্তে যে বাস চলে সেগুলি গড়ে 3000-এর মতো ট্রিপে এতদিন চলাচল করত। নতুন এই নিয়োগের ফলে প্রায় ছোট বড় মিলে 4200 ট্রিপে বাস চালানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
পরিবহণ দফতরের আধিকারিকরা যে পরিসংখ্যান দিয়েছেন তাতে এই মুহূর্তে একটি সরকারি বাসকে গড়ে তিনবার যাতায়াত করানো যায়। নতুন এই নিয়োগের ফলে সেই বাসকে আরও বেশি করে ব্যবহার করা যাবে। ফলে রাস্তায় বাসের অপ্রতুলতা নিয়ে যে অভিযোগ উঠছিল তা একপ্রকার নিরসন করা যাবে বলেই মনে করছেন তাঁরা ৷ পরিবহণ দফতর সূত্রে খবর, এই মুহূর্তে প্রতিদিন শহরের রাস্তায় প্রায় 750 টি বাস প্রতিদিন নামে। নতুন এই কন্ডাক্টার এবং বাসচালক নিয়োগের ফলে সেই সংখ্যাও বাড়ে কি না, সেটা এখন দেখার।