তমলুক, 26 নভেম্বর: কেন্দ্রীয় সরকারের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে এক কোটি 60 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়েক ৷ এরপর প্রতারণার অভিযোগে গ্রেফতার হল নবারুণ ও তাঁর স্ত্রী ৷ বিজেপি নেতা নবারুণ নায়েক-সহ ছ'জনের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল ৷ এদিকে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সামনে এসেছে ৷
সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদও চলছিল দীর্ঘদিন ধরে । অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়ক ৷ এই টেন্ডার দুর্নীতি মামলায় অসমের চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷
কলকাতার গড়িয়ার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত ও তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের বাসিন্দা ভাস্কর মণ্ডল দু'জন বুঝতে পারেন তাঁরা টেন্ডার নিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৷ তখনই তাঁরা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে নবারুণ নায়েককে তমলুক থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ কিন্তু তিনি তা এড়িয়ে যান বলে অভিযোগ ৷