পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘সেবাশ্রয়’ ব্যক্তিগত উদ্যোগ ! অভিষেকের সাফল্যে ‘সন্দিহান’ স্পিকার বিমান - SEVASHRAY ABHISHEK BANERJEE

যাত্রা শুরুর পর থেকেই অভিষেকের সেবাশ্রয় নিয়ে উন্মাদনা । মানুষের সাড়াও মিলছে । এবার সেই ‘সেবাশ্রয়’-এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করলেন বিমান বন্দ্যোপাধ্যায় ।

Biman Banerjee Comment on Abhishek Banerjees Initiative Sevashray
অভিষেকের সংস্থার সাফল্যেও ‘সন্দিহান’ স্পিকার বিমান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 9:39 PM IST

বারুইপুর, 24 জানুয়ারি:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এটা অভিষেকের ব্যক্তিগত উদ্যোগ । এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই । সরকার তার নিজের মতো পরিষেবা দেবে । সরকারি প্রচেষ্টা ছাড়া এই ধরনের প্রকল্পে কিছু পরিবর্তন হয় না ।” এদিন এমনই মন্তব্য করেন বিমান । তা নিয়েই এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর ।

প্রসঙ্গত, যাত্রা শুরুর পর থেকেই অভিষেকের সেবাশ্রয় নিয়ে উন্মাদনা ভালোই । মানুষের সাড়াও মিলছে । ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর এলাকার জন্য এই প্রকল্প শুরু করলেও এ রাজ্যে চিকিৎসার জন্য আসা মানুষদের অন্যতম ভরসার মাধ্যম হয়ে উঠছে অভিষেকের এই মেডিক্যাল ক্যাম্প । যদিও বিরোধী শিবির থেকে খোঁচাও এসেছে।

এমনই আবহে শুক্রবার বারুইপুরে নিজের বিধানসভা এলাকায় একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন করতে যান বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁকে অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে প্রশ্ন করা হয় । যা শুনে বিমানের স্পষ্ট জবাব, ‘‘উনি (অভিষেক) ওঁর ব্যক্তিগত উদ্যোগে করেছেন । সরকারের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ।’’

তবে অভিষেকের প্রচেষ্টাকে ‘ভাল উদ্যোগ’ বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার । যদিও ‘সেবাশ্রয়’-এর সাফল্য নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি ।

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার বিষয় । কাঁটাতার বিহীন ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি । এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যদি তৎপরতা দেখায় রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে ।’’

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details