কলকাতা, 17 মার্চ: বদল হতে পারে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ৷ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে । কারণ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা রয়েছে 28 এপ্রিল । অপরদিকে 19 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । মোট সাত দফায় নির্বাচন হবে এবার ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গে সাতটি দফাতেই ভোট রয়েছে । ফলে ওই সময় বাস বা ট্রেন পেতে পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ ।
শনিবার লোকসভা ভোটের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন । 19 এপ্রিলের পর 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 2 জুন রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে নির্বাচন । ফল ঘোষণা 4 জুন । তবে 28 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ভোট না থাকলেও তাঁর দু'দিন আগেই তিনটি কেন্দ্রে নির্বাচন রয়েছে ।
এ দিকে এই বছর জয়েন্ট পরীক্ষায় বসতে চলেছে 1 লক্ষ 42 হাজার 692 জন প্রার্থী । গতবারের তুলনায় যে সংখ্যাটা প্রায় 17 হাজার 773 জন বেশি । ফলে এই অবস্থায় মাত্র দু'দিনের মধ্যে কেন্দ্রগুলিকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে শিক্ষামহলে । এর জেরেই জয়েন্ট পরীক্ষার দিন বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ কিন্তু আদৌ পরীক্ষার দিন বদল হতে চলেছে কি না, একাধিকবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা নিয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি । তবে সূত্রের খবর, আগামী সোমবার এই নিয়ে একটি বৈঠক করতে পারে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । বিষয়টি নিয়ে বিকাশ ভবন এবং নবান্নের সঙ্গেও তারা কথা বলবে বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, শিক্ষার উপর এই লোকসভা ভোটের প্রভাবকে ঘিরে বারবার প্রশ্ন উঠেছে । প্রথমে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী । যার জন্য বন্ধ হয়ে যায় বহু সরকারি স্কুলের ক্লাস । কারণ সেখানেই থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । তারপর এবার প্রশ্ন উঠেছে জয়েন্ট পরীক্ষা নিয়েও । এছাড়াও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা কবে হবে তাও চিন্তার বিষয় । কারণ পরীক্ষা শেষের পর পর্ষদ এবং সংসদের সভাপতির জানিয়েছিলেন, পরীক্ষা শেষের তিন মাসের মধ্যে ফল ঘোষণা হবে । সেই অনুযায়ী মে মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা । কিন্তু তখন রাজ্যে ভোট চলবে । ফলে ভোটের মাঝেই ফল ঘোষণা হবে, নাকি ভোট পর্বের পর ফল প্রকাশ হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের, তাই দেখার ।
আরও পড়ুন:
- কেন্দ্রীয়বাহিনী আসায় 'ছুটির ঘণ্টা'! শহরে বন্ধ থাকছে বেশ কয়েকটি স্কুল
- বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল
- রাজ্যে ভোটার প্রায় 8 কোটি, 5 বছরে বাড়ল সাড়ে 4 লক্ষ