বর্ধমান, 17 মার্চ:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী দেবে নাকি কংগ্রেসের প্রার্থী দাঁড়াবে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । যদিও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সিপিএম । ইতিমধ্যেই দুই বর্ধমান জেলার মধ্যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা । তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় এই কেন্দ্রে কি জোট প্রার্থী দাঁড়াবে ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
বর্ধমান জেলা মানেই একসময় বামেদের লাল গড়। তবে 2011 রাজ্যে সরকার পরিবর্তনের পরে 2014 সালে দু'টি লোকসভা আসনই সিপিএমের হাতছাড়া হয়ে যায় । যদিও বাম নেতৃত্বের দাবি, কংগ্রেসের থেকে এই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম অনেক বেশি এগিয়ে রয়েছে । তাই সেখানে সিপিএমের প্রার্থী হলেই লড়াই হবে । তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের দলই । 2014 সালের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 554521, সিপিএমের প্রার্থী ভোট পেয়েছিলেন 447190টি, বিজেপি প্রার্থী পেয়েছিলেন 237205টি ভোট ৷ সেখানে কংগ্রেসের পক্ষে ভোট গিয়েছিল 44355টি ।
2019 সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল। যেখানে সিপিএমের প্রার্থী পেয়েছিলেন 161329টি ভোট, সেখানে কংগ্রেসের প্রার্থীর ভোট ছিল 38516টি। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্রতেই দ্বিতীয় স্থানে ছিল বিজেপির প্রার্থীরা । তৃতীয় স্থানে ছিল বাম সমর্থিত প্রার্থীরা । ফলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী দিলেই লড়াই জমে যাবে বলে মনে করছে সিপিএম ।