কলকাতা, 3 জানুয়ারি:গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল নিয়ে । কবে এই রদবদল হবে, কী রদবদল হতে চলেছে, তা নিয়ে উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে ৷ জানা গিয়েছে, বড়সড় রদবদল হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কয়েকটি জেলায় ৷
গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রদবদল হচ্ছেই । হয়তো একের পর এক নির্বাচন, বড়দিনের উৎসব-সহ বিভিন্ন কারণে একটু সময় লাগছে ৷ তবে রদবদল হবেই । আর তৃণমূলের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর রদবদল নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে ।
রাজ্যের শাসকদলের এক শীর্ষ নেতার কথায়, "অভিষেক তো বলেই দিয়েছেন । যাঁরা দলের জন্য কাজ করেছেন, তাঁদের চিন্তা করার দরকার নেই । আমি কত পরীক্ষিত, কত অভিজ্ঞ, কত দক্ষ তা রেজাল্ট দেখলেই বোঝা যাবে । এর পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে । অপেক্ষা করুন, সঠিক সময়ে সব জানতে পারবেন ।"
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি রদবদল নিয়ে প্রয়োজনীয় তথ্য দলনেত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন । শেষ সিদ্ধান্ত এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে । আর সেই জায়গা থেকেই উঠছে প্রশ্ন, রদবদলে কাদের উপর খাঁড়া নেমে আসতে পারে ? যেহেতু সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায, তাই প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করতে চাইছেন না কেউই ।
তবে তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে রদবদলের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কয়েকটি জেলার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে বলে খবর । তৃণমূল সূত্রের খবর, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, ব্যারাকপুর, পুরুলিয়া, বারাসাতের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ রদবদলের সম্ভাবনা রয়েছে ।
এমনটাও শোনা যাচ্ছে যে, এই মুহূর্তে সাংগঠনিক দায়িত্বে থাকা কয়েকজন সাংসদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনা রয়েছে । বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে যুব সংগঠনের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, রদবদল হলে ছাত্র এবং যুব দুই ক্ষেত্রেই বড়সড় রদবদল করতে পারে তৃণমূল কংগ্রেস ৷