কলকাতা, 2 জানুয়ারি: প্রায় বছর ঘুরতে চলল, কিন্তু জামিন অধরা সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের । ইডি মামলায় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল । ফের আগামী 7 জানুয়ারি এই মামলার শুনানি হবে ।
রাজ্যের শাসকদলের নেতার বিরুদ্ধে গত বছর ফুঁসে উঠেছিল সন্দেশখালির মানুষ । সন্দেশখালিতে জোর করে জমি দখল, চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো-সহ নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে । সাধারণ মানুষ বছরের পর বছর তাদের উপর চলতে থাকা নির্যাতনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন । তারপর গত বছর ফেব্রুয়ারি মাসে একে একে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দার ও তারপর শেখ শাহজাহান ।
গত বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা ৷ শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে ইডির আধিকারিকদের গাড়ি আটক করে মারধর করা হয় বলে অভিযোগ । সেসময় সুযোগ বুঝে পালিয়ে যান শেখ শাহজাহান । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 29 ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান । তারপর নিম্ন আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত । এ দিন ফের তাঁর জামিনের আবেদন বাতিল করল সিবিআইয়ের বিশেষ আদালত ।