কলকাতা, 16 ফেব্রুয়ারি: 25 মার্চ, 2020 ৷ করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত আটকাতে কেন্দ্রীয় সরকারের লকডাউনের সিদ্ধান্তে থমকে গিয়েছিল সবকিছু ৷ থমকে গিয়েছিল নিজের রাজ্য থেকে দূরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জীবনও ৷ ঘর ছাড়াদের ঘরে ফেরাতে সরকারের পাশাপাশি অনেকেই উদ্যোগ নিয়েছিলেন ৷ তার মধ্যে নজির তৈরি করেন অভিনেতা সোনু সুদ ৷ ফেলে আসা সেই লড়াইেয়ের স্মৃতি কলকাতায় বসে চারণ করলেন অভিনেতা ৷ মুগ্ধ হয়ে শুনলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
বৃহস্পতিবার কলকাতায় এক বেসরকারি সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হন বলিউড অভিনেতা সোনু সুদ ও ভারতের প্রাক্তন অধিনায়র সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহিত্যিক শঙ্কর-সহ শিল্প জগতের বিশিষ্টরা ৷ অনুষ্ঠানে সঞ্চালকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ এদিনের অনুষ্ঠানেই নানা কথোপকথনের মাঝখানে উঠে আসে সোনুর অতিমারির সময়কার চ্যালেঞ্জের প্রসঙ্গও ৷ সেই সময় অতিথি আসনে বসে মহারাজ ৷ সোনুর সেই জার্নি তখন তিনি শুনছেন মুগ্ধ হয়ে ৷
সোনু সুদ বলেন, "করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যখন অতিমারি অবস্থা তখন সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসি ৷ স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়া নিয়ে তেমন কোনও ভয় কাজ করছিল না ৷ তবে আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানকার বাসিন্দারা প্রচণ্ড ভয় পেয়েছিলেন ৷ তখন সবাই এটাই মনে করছিলেন, আমি নিশ্চই কোভিড ছড়িয়ে দেব ৷ সকলেই আমার স্ত্রী-কে ফোন করে জানাচ্ছিলেন, যাতে আমাকে আটকায় ৷ একদিন সকলে ঠিক করেন আমাকে এসে বোঝাবেন বা আটকাবেন ৷ সেই জন্য মিটিংও ডাকা হয় ৷"
তিনি আরও বলেন, "সবাই সেখানে এল ঠিক কথা ৷ কিন্তু কারোর মুখে কথা ছিল না ৷ কে বিষয়টা তুলবেন, তা নিয়েই সকলে চুপ ৷ আমি জানতাম কেন এই মিটিং ৷ তখন আমি তাঁদের একটা কথাই বললাম, আমরা সত্যিই ভাগ্যশালী যে আজ আমরা গেটের ভিতরে বিল্ডিংয়ে রয়েছি ৷ ভগবান আমাদের কখন গেটের ওপারে করে দেবে কেউ জানে না ৷ যদি আমাদের সেই সুযোগ থাকে ঘরছাড়াদের ঘরে ফেরানোর, তাহলে সেটা আমাদের করা উচিত ৷ এইভাবেই আমার মিশনে আস্তে আস্তে সকলে জড়িয়ে পড়েন ৷"