চুঁচুড়া, 20 এপ্রিল:আবারও ব্যস্ত সময়ে ট্রেন বিভ্রাট ৷ শনিবার সকালে অফিস টাইমে ডাউন ব্যন্ডেল লোকাল থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন চালক ৷ আতঙ্কে দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয় ৷ আতঙ্কিত হয়ে পড়েন নিত্য যাত্রীরা। নিরাপত্তার স্বার্থে চুঁচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাট ফর্মে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় ৷ প্রায় 20 মিনিট ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ব্রেক বাইন্ডিংয়ের ফলে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে রেল সূত্রে খবর ৷
পূর্বরেল সূত্রে খবর, নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল 8.28 মিনিটে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল-হাওড়া লেকাল (37230) ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে ৷ 8.34 মিনিটে চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৷ সেই সময়েই হঠাৎই ট্রেনের চালক একটিল কামরার নীচ থেকে ধোঁয়া বরোতে দেখেন ৷ ট্রেনটি সেখানেই দাঁড় করিয়ে দেন ৷ রেলের ইঞ্জিনিয়রদের খবর দেন ৷ এর পরই ব্যান্ডেল থেকে রেলের মেনটেনেন্স স্টাফ এসে ট্রেনটি মেরামতির কাজ শুরু করেন ৷ তারপরই ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় 9.05 মিনিট নাগাদ ৷ ট্রেন মেরামতির কাজের জন্য প্রায় 20 মিনিট ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল ৷