পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের

Khalistani Controversy: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি ৷ খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছেই অভিযোগ জানিয়ে গেলেন শিখ প্রতিনিধিরা ৷ সোমবার নবান্নে এসে ডেপুটেশন জমা দেন তাঁরা ৷

Nabanna
নবান্ন

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 7:02 PM IST

খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের

কলকাতা, 26 ফেব্রুয়ারি:খালিস্তানি বিতর্কে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি । বিজেপির বিধায়কদের বিরুদ্ধে মুখ্যসচিবের কাছে অভিযোগ জানিয়ে ডেপুটেশন জমা দিল তারা সোমবার । যাঁরা পুলিশ আধিকারিককে নিয়ে এই মন্তব্য করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে শিখ প্রতিনিধি দলের তরফে ।

এ দিন শিখ প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, "আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম । কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন । আর সে কারণেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম ।"

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ । এই সময় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের । সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং । বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ তোলেন তিনি ৷ এই নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷

খালিস্তানি ইস্যু নিয়ে সরব হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল নেতৃত্ব ৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান ৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা ৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা । শিখ সম্প্রদায়ের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্থানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ।

আরও পড়ুন:

  1. আইপিএস আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ, দায়ের এফআইআর
  2. 'খালিস্তানি' স্লোগান ইস্যুতে শিখদের আশ্বস্ত করলেন রাজ্যপাল
  3. পুলিশকে 'খালিস্তানি' মন্তব্যের প্রতিবাদ ভাষা দিবসের অনুষ্ঠানে, কাকে 'বাংলার কলঙ্ক' বললেন মমতা?

ABOUT THE AUTHOR

...view details