পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শরীরে একাধিক ক্ষত নিয়ে ভুগতে থাকা অসুস্থ হাতির মৃত্যু জলপাইগুড়িতে - ELEPHANT DEATH

স্থানীয়দের অভিযোগ, হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চটজলদি সেরকম কোনও চিকিৎসার ব্যবস্থা করেনি বন দফতর ৷ তার ফলেই হাতিটির এই পরিণতি হল ।

Elephant death in Jalpaiguri
অসুস্থ হাতির মৃত্যু জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2024, 3:15 PM IST

জলপাইগুড়ি, 23 ডিসেম্বর: শরীরে একাধিক ক্ষত নিয়ে ভুগতে থাকা অসুস্থ হাতির মৃত্যু হল জলপাইগুড়িতে । গত একমাসের কাছাকাছি সময় ধরে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি ৷ অবশেষে ব্যথা সহ্য করতে না পেরে রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে গজরাজ ৷

বনদফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির আপালচাঁদ জঙ্গলের পূর্ণবয়স্ক মাকনা হাতি (দাঁতবিহীন পুরুষ হাতি) । রবিবার বিকেল 4টে 45 মিনিট নাগাদ জখম ওই হাতিটির মৃত্যু হয় ৷ 3 নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও রাজা এম ।

উল্লেখ্য, গত 23 নভেম্বর গজলডোবাগামী রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে দীর্ঘক্ষণ ধরে শুয়ে থাকতে দেখা যায় হাতিটিকে । শরীরের একাধিক ক্ষতর চিহ্ন ছিল ৷ সেই ক্ষততে পোকামাকড় এবং মাছির উপদ্রব শুরু হয় ৷ সেখান থেকে রেহাই পেতে জলে নেমে থাকতে দেখা যায় হাতিটিকে । এরপর স্থানীয়রাই রেঞ্জ অফিসে খবর দেন । খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন ।

স্থানীয়দের অভিযোগ, হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চটজলদি সেরকম কোনও চিকিৎসার ব্যবস্থা করেনি বন দফতর ৷ তার ফলেই হাতিটির এই পরিণতি হল । হাতিটি যখন অল্প অসুস্থ ছিল সেই সময় ঘুমপাড়ানি গুলি করে চিকিৎসা করা যেত এবং ব্যবস্থা নেওয়া যেত বলে দাবি এলাকাবাসীর ।

যদিও বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও রাজা এম বলেন, "হাতিটিকে জখম অবস্থায় দেখার পরই আমরা মেডিক্যাল টিম গঠন করে ওরাল চিকিৎসার ব্যবস্থা করেছিলাম । বনকর্মীরা হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছিল এবং চিকিৎসকদের করা প্রেসক্রিপশন অনুযায়ী খাবারের সঙ্গে নিয়মিত ওষুধ মিশিয়ে খাওয়ানো হচ্ছিল হাতিটিকে ৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিল হাতিটি । হঠাৎ করে এভাবে হাতিটির মৃত্যু হবে আমরাও ভাবতে পারিনি ।"

ডিএফও জানিয়েছেন, গুলি ছুঁড়ে হাতিটিকে ঘুম পাড়ানোর চেষ্টাও করা হয়েছিল ৷ কিন্তু পূর্ণবয়স্ক মাকনা হাতিটির পাশে অল্পবয়সি একটি দলছুট হাতি ছিল ৷ মাকনা হাতিটিকে বারবার আড়াল করে দাঁড়ানোয় বনকর্মীদের সারাদিনের চেষ্টা সফল হয়নি বলে দাবি ডিএফও'র । রবিবারও গরুমারা ও বেঙ্গল সাফারির বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকরা হাতিটির চিকিৎসায় নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details