হাওড়া, 2 মে: ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল হাওড়ায় । বৃহস্পতিবার বেলা একটা নাগাদ হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভিতর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র ৷ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর ঢুকে আচমকাই গুলি চালায় । এই ঘটনায় দু'জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে । আহতদের একজন পঞ্চায়েত প্রধানের বাবা । ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ । আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও বাঁকরা 3 নং পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, "অন্যান্য দিনের মতোই আমি পঞ্চায়েতের কাজ করছিলাম । ওই তিনজন অন্যান্য মানুষজনের মতোই আসে । ভেতরে ঢুকে আচমকাই তিনজন বন্দুক বের করে । এরপর আমার উপর, বাবার ও কাকার উপর গুলি চালায় । ওরা দু'জনে গুলিতে আহত হলেও আমার গায়ে গুলি লাগেনি । আমি টেবিলের তলাতে ঢুকে পড়ি । ওরা ভেতরে এসে আমার বুকের উপর বন্দুক ধরে, আমি বন্দুক ছিনিয়ে নিলে, ওরা পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায় । এই ঘটনাতে শেখ সাজিদ যুক্ত । পঞ্চায়েত গঠনের পর থেকেই আমার সঙ্গে শত্রুতা তৈরি হয় । আজ যে তিনজন এসেছিল তাদের চিনি না । তিনজনের হাতে বন্দুক ছিল, তিনজনেই গুলি চালিয়েছে ।"