পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার - Shahjahan on Sandeshkhali - SHAHJAHAN ON SANDESHKHALI

Shahjahan on Sandeshkhali: সন্দেশখালির স্টিং ভিডিয়ো নিয়ে ফের সরব শেখ শাহজাহান ৷ তিনি বলেন, সবে তো শুরু, ভোটটা হলে আরও সত‍্য সামনে আসবে ৷ তবে তাঁকে পালটা আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

ETV BHARAT
'স্টিং অপারেশন' নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 4:09 PM IST

Updated : May 10, 2024, 6:12 PM IST

'স্টিং অপারেশন' নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার (ইটিভি ভারত)

বসিরহাট, 10 মে: সন্দেশখালি স্টিং ভিডিয়ো-কাণ্ডে আবারও মুখ খুললেন শেখ শাহজাহান । তিনদিনের জেল হেফাজত শেষে শুক্রবার সন্দেশখালি-কাণ্ডে ফের শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে । আদালতে ঢোকার সময় এই নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এ তো সবে শুরু । ভোটটা হোক । আরও সত্য ঘটনা সামনে আসবে ।" যা নিয়ে পালটা আবার শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র । আর এই ইস্যুতে ভোটের মুখে রাজনীতির পারদ আরও চড়েছে সন্দেশখালিতে ।

সন্দেশখালির তিনটি ভাইরাল ভিডিয়ো ঘিরেই এখন তোলপাড় রাজ‍্য রাজনীতি । এ নিয়ে তৃণমূল-বিজেপির বাকযুদ্ধে যখন সরগরম রাজনীতি, ঠিক তখনই সন্দেশখালি স্টিং ভিডিয়ো-কাণ্ডে সরব হতে দেখা গেল শেখ শাহজাহানকে ।

তাঁর কথায়,"ভোট মিটলেই আরও সত্য সামনে আসবে ।" এর পিছনে কারা কারা জড়িয়ে রয়েছে ? এবং কারা ধরা পড়বে ? এই প্রশ্নের উত্তরে শাহজাহান বলেন, "সব ধরা পড়বে । দেখতে পাবেন । নিশ্চয় বিজেপির লোক ধরা পড়বে ।"

এ দিকে, শেখ শাহজাহানের এই মন্তব্যের প্রসঙ্গে পালটা জবাব দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র । এ দিন টাকি পৌরসভা এলাকায় নির্বাচনী জনসংযোগের ফাঁকে এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন,

"শেখ শাহজাহান এখন চোখের জলে, নাকের জলে হচ্ছেন । তাই সত্য নাকি মিথ্যা তা উনি কী-করে বুঝবেন । উনি তো এতদিন মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের উপর অত‍্যাচার করে এসেছেন । ওঁর মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল । এখন জেলে থাকা শাহজাহানের মাথায় হাত রাখার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মানুষ সবকিছু বুঝে গিয়েছে । এ সব বলে কোনও কিছু হবে না ।"

গত এক সপ্তাহে সন্দেশখালির ঘটনা নিয়ে মোট তিনটি ভিডিয়ো জনসমক্ষে এসেছে । প্রথম ভিডিয়োটি 32 মিনিট 42 সেকেন্ডের । সেই ভিডিয়োয় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে যে, সন্দেশখালিতে টাকার বিনিময়ে ধর্ষণের 'মিথ্যে' অভিযোগ দায়ের করা হয়েছিল । তৃণমূল নেতাদের জেলে পুড়তেই যে পরিকল্পিত কারসাজি করা হয়েছিল, সে কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন ওই বিজেপি নেতা । দ্বিতীয় ভিডিয়ো-তে এক মহিলা দাবি করেছেন, তাঁর বয়স্ক শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে সেখানে ধর্ষণের 'মিথ্যা' অভিযোগ করা হয়েছে ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে । এর নেপথ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি । ইতিমধ্যে তাঁর নামে ওই বৃদ্ধা মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন । আর তৃতীয় ভিডিয়োটি আরও চাঞ্চল্যকর ।যেখানে স্বয়ং বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির প্রকৃত আন্দোলনকারীদের অন্ধকারে রেখে অন‍্য মহিলাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল । এবং সেটা দলীয় এক নেতা শিবু হাজরার কাছ থেকে টাকার বিনিময়ে করেছিলেন বলে ভিডিয়োতে দাবি করেন রেখা । অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা মহিলাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেন স্বয়ং বিজেপি প্রার্থীই ।

প্রসঙ্গত, এ দিন হাসনাবাদ থেকে ট্রেনে চড়ে অভিনব পদ্ধতিতে প্রচার সারেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । নিজের জয়ের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে সন্দেশখালির এই প্রতিবাদী মুখকে ।

আরও পড়ুন:

  1. স্টিং ভিডিয়ো-কাণ্ডে এবার গঙ্গাধর ও রেখার বিরুদ্ধে এফআইআর সন্দেশখালি থানায়
  2. 'সন্দেশখালি ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটে গিয়েছে', কটাক্ষ অভিষেকের
  3. রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন
Last Updated : May 10, 2024, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details