পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নয়া সংগঠন তৃণমূলের - SHASHI PANJA

তৃণমূলের আর কোনও স্বাস্থ্য-সংগঠন থাকবে না বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে বাকি সংগঠনগুলি ৷

SHASHI PANJA
রাজ্য় শিশু ও নারীকল্যাণ এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 10:14 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ ৷ শুধু আরজি কর নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীদের ঘেরাও, তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বহুবার ৷ এবার সেই সমস্যার সমাধানের জন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে নয়া সংগঠনের ঘোষণা করলেন রাজ্যের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ৷

চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের একাংশ নিয়ে তৈরি এই সংগঠনের নাম 'প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন'। স্বাস্থ্য় ক্ষেত্রে ইতিমধ্যেই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন রয়েছে । সোমবার প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা জানান, নতুন এই সংগঠনটি সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন হওয়ার পর দুটি সংগঠন একত্রে কাজ করবে ৷

এদিন সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা আরও জানান, রোগী পরিষেবা উন্নত করতে একযোগে কাজ করবে এই দুটি সংগঠন । বিশেষ করে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসা পরিষেবা বন্ধ করে আন্দোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল উন্নয়ন হয়েছে ৷ রাজ্যের প্রতিটি মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই সংগঠন ৷"

সেই সঙ্গে, মন্ত্রী শশী পাঁজা বলেন, "স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা নেবে সংগঠন । খুব শীঘ্রই রাজ্যের মানুষকে সংগঠনের ইমেল-সহ যোগাযোগ করার যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে । যে কোনও অভিযোগ পাওয়ার পর সরাসরি স্বাস্থ্য়ভবনের সঙ্গে যোগাযোগ করবে এই সংগঠন ৷"

তিনি স্পষ্ট জানান, রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনও সংগঠন থাকবে না ৷ এই সংগঠনের সঙ্গেই যুক্ত হয়ে যাবে বাকিগুলি ৷ শশী পাঁজা বলেন, "সব বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা কাজ করব । আগামিদিনে কোনও সময় স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, এবার থেকে সেই বিষয়টিকেই অধীক গুরুত্ব দেওয়া হবে ৷"

এদিন সাংবাদিক বৈঠকে আরজি কর কাণ্ড প্রসঙ্গে শশী পাঁজা বলেন, "আরজি করের নারকীয় ঘটনা সময় মানুষকে বোঝানোর জন্য কোনও সংগঠন ছিল না । এই সংগঠন সব রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করবে ।" তিনি জানান, স্বাস্থ্য ক্ষেত্রে কোনও লবি হবে না ৷ এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন । তিনিই হবেন এই সংগঠনের সভানেত্রী । সে কথাও জানান শশী পাঁজা ৷

পড়ুন:নিজেদের কথা বলতে মন্ত্রীর সামনে হাজির পড়ুয়ারা, উদ্যোগী ইউনিসেফ

ABOUT THE AUTHOR

...view details