কলকাতা, 25 এপ্রিল: মতুয়া ঠাকুর বাড়ির মন্দিরের তালাভাঙা এবং মারধর সংক্রান্ত মামলায় বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত ৷
সেইসঙ্গে, সাংসদ শান্তনু ঠাকুরকে মতুয়া মহাসংঘের পাঠানো আগের নোটিশ খারিজ করল উচ্চ আদালত ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে নোটিশ পাঠাতে হবে পুলিশকে ৷ 72 ঘণ্টা আগে পাঠাতে হবে সেই নোটিশ ৷ মতুয়া ঠাকুর বাড়ির মন্দিরের তালাভাঙা, মারধর, শ্লীলতাহানির অভিযোগে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় ৷ পালটা মমতা বালা ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ করেছিল শান্তনু গোষ্ঠী ৷ কিন্তু অভিযোগ, পুলিশ শান্তনু ও তাঁর বাবাকে তলব করলেও মমতা বালাকে জিজ্ঞাসাবাদ করেনি ৷
বুধবাার মামলার শুনানি চলাকালীন এই নিয়ে অসন্তুষ্ট হয় হাইকোর্ট। এছাড়া যেভাবে এফআইআর-এ নাম না-থাকা সত্ত্বেও শান্তনু ঠাকুরের বাবাকে ডাকা হয়েছে তাতে পুলিশের ভূমিকাতেও অসন্তোষ দেখান বিচারপতি জয় সেনগুপ্ত । এরপরই তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে তাঁদের ৷ সেইসঙ্গে উচ্চ আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতে ফাইনাল রিপোর্ট জমা করতে পারবে না রাজ্য ৷ 10 মে হবে মামলার পরবর্তী শুনানি ৷