পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ ! বিস্ফোরক শঙ্কুদেব - Shankudeb Panda accuses TMC - SHANKUDEB PANDA ACCUSES TMC

Shankudeb Panda accuses TMC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ৷ তাঁর অভিযোগ, বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ দিচ্ছে শাসকদল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:41 PM IST

ডায়মন্ড হারবার, 10 এপ্রিল: ভোটের মুখে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা । তিনি ডায়মন্ড হারবার থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগে সরব হয়েছেন ৷ তাঁকে অপহরণ করে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শঙ্কুদেব ৷

ডায়মন্ড হারবারের বজবজ 2-নম্বর ব্লকের নোদাখালি থানার সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কৌশিক খাঁড়ার ছেলে 1 এপ্রিল থেকে নিখোঁজ । এরপর থানায় এফআইআর দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ৷ শঙ্কুদেব বলেছেন, এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অপহৃতের পরিবারকে । 5 তারিখ ডায়মন্ড হারবারের এসপি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় পরিবার । শঙ্কুদেব পণ্ডার আরও অভিযোগ, ডায়মন্ড হারবারের আর এক পঞ্চায়েত সদস্য প্রদীপ সামন্তের মেয়েকেও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে । বিজেপি ছেড়ে তৃণমূলে এলেই সব সমাধান হয়ে যাবে বলে হুমকি আসছে প্রতিনিয়ত । এমনই বিস্ফোরক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শঙ্কুদেব ।

যদিও এই বিষয়ে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, "ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে নোদাখালি থানায় । সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি । এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কি না সে বিষয়েও খতিয়ে দেখছি । আমরা খুব শিগগিরই নিখোঁজ যুবকের সন্ধান পাব, এমনটাই আশা করছি ।"

আরও পড়ুন:

  1. নুসরত মিথ্যে কথা বলছেন, দাবি শঙ্কুদেব পণ্ডার
  2. নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি দফতরে শঙ্কুদেব পাণ্ডা
  3. এবার বিদ্রোহী শঙ্কুদেব পণ্ডা, ছাড়লেন বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ

ABOUT THE AUTHOR

...view details