কলকাতা, 29 জুলাই: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবস্থানের 90 ঘন্টা পার ! বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পোর্টিকর সামন অবস্থান শুরু করে এসএফআই। কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক করার দাবি নিয়ে অবস্থানে বসেছেন বামপন্থী ছাত্র সংঠনের নেতা-নেত্রীরা। সেই বৈঠক ডাকার জন্য তাঁরা ডিন অফ স্টুডেন্টের কাছে ডেপুটেশন জমাও দিয়েছিলেন। সেখানে তাঁদের মূল বক্তব্য ছিল আজ অর্থাৎ সোমবার কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করতে হবে । কিন্তু তাতে কোনও সুদত্তর মেলেনি ।
বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ, লাগাতার অবস্থান প্রেসিডেন্সিতে - Presidency University SFI Protest
SFI Students Protest at Presidency University: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থান শুরুর পর পেরিয়ে গিয়েছে 90 ঘন্টারও বেশি সময়। ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পোর্টিকর সামনে অবস্থানে বসেছিল এসএফআই। তা এখনও চলছে ৷
Published : Jul 29, 2024, 8:57 PM IST
|Updated : Jul 29, 2024, 9:59 PM IST
তবে শুধু ফি বৃদ্ধি না, এই অবস্থানের নেপথ্যে তাঁদের আরও বেশ কিছু দাবি রয়েছে । তার অন্যতম হল, যথাযথ পরিকাঠামো তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ল্যাবগুলিতে ঠিক মতো পরিকাঠামো নেই বলেই অভিযোগ পড়ুয়াদের । এছাড়াও, লাইব্রেরিতে নতুন বইয়ের অভাব রয়েছে ৷ ভালো প্লেসমেন্টরও ব্যবস্থা নেই । এসবের মধ্যে ফি বৃদ্ধি করা অবিবেচকের মতো কাজ বলেই মনে করছেন অবস্থানরত পড়ুয়ারা । ফলে, যতক্ষণ না তাদের সঙ্গে বৈঠকে বসবে কর্তৃপক্ষ ততক্ষণ পর্যন্ত তাঁদের এই অবস্থান চলবে বলেই জানান ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, আগে এখানে ভর্তির জন্য লাগত প্রায় 4 হাজার টাকা। কিন্তু নতুন ফি হিসেবে তা হতে চলেছে 7200 টাকা । আর টিউশন ফি-এর সঙ্গে ল্যাব এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা বাবদ লাগত প্রায় 900 টাকা ৷ সেটা এবারে বেড়ে দাঁড়াচ্ছে 2100 টাকা। কিন্তু এখানে বাড়ছে শুধুমাত্র টিউশন ফি । এখনও পর্যন্ত ল্যাব বা পরীক্ষার টাকা বৃদ্ধি করার কোনও প্রস্তাব আসেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে। তবে বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের তরফে বলা হচ্ছে, এই ফি বৃদ্ধি করার পরেও বিশ্ববিদ্যালয় অর্থের ঘাটতি থাকবে । তখন আবারও কি ফি বৃদ্ধি করা হবে ? তাই একমাত্র উপায় এখানে সরকারের থেকেই অর্থ নেওয়া ।