কলকাতা, 25 জুলাই: অবস্থানে বসলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের ছাত্রছাত্রীরা অবস্থানে বসলেন। অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পোর্টিকোতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অবস্থানে বসেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের সঙ্গে একটি বৈঠকে বসতে হবে। সেই বৈঠকেই এই ফি বৃদ্ধি নিয়ে কথা হবে ৷ শুধু মৌখিক নয়, লিখিতভাবে তাঁদেরকে এই বৈঠকের কথা জানাতে হবে বলেই দাবি জানিয়েছে প্রেসিডেন্সির এসএফআই সংগঠন ৷
প্রায় 14 বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি হতে চলেছে। কিন্তু এই ফি বৃদ্ধি করা হচ্ছে অস্বাভাবিকভাবে, বলে দাবি জানিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই বৈঠকে ডিন অফ স্টুডেন্ট ছাড়া অন্য কেউ ছিল না। কেন অন্য কোনও কর্তৃপক্ষ ওই বৈঠকে থাকল না, সেই প্রশ্ন তুলেছে এসএফআই সংগঠন। এর পাশাপাশি ওই দিন তারা ফি বৃদ্ধি না-করে, তার বিকল্প হিসাবে একাধিক প্রস্তাব দিয়েছিল। এরপরে বৃহস্পতিবার আরও একটি বৈঠক হয়। কিন্তু সেখানে ছাত্র-ছাত্রীদের কোনও দাবি মেনে নেওয়া হয়নি বলেই অভিযোগ।