পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মিছিল-অবরোধ বামেদের, পুড়ল মমতার কুশপুতুল - বামেদের মিছিল

SFI DYFI rally protesting Sandeshkhali incident: সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মিছিল ও পথ অবরোধ করল বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন ৷ মিছিলে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ময়ূখ বিশ্বাস, দেবাঞ্জন দে-সহ অন্যান্য বাম নেতৃত্ব । পোড়ানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 8:05 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল করল বামেরা ৷ তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের লাগামহীন অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় বিক্ষোভ দেখাল বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন ৷ মৌলালি থেকে মিছিল বেরিয়ে তা পৌঁছল এসএন ব্যানার্জি পর্যন্ত ৷ এ দিন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও মিছিলে নেতৃত্ব দেন ময়ূখ বিশ্বাস, দেবাঞ্জন দে-সহ অন্যান্য বাম নেতৃত্ব । পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল ৷

বামেদের অভিযোগ, রাজ্যজুড়ে যে দুর্নীতি হচ্ছে তাতে সরকারি মদত রয়েছে ৷ আর তাতে সাহায্য করছে বিজেপি ৷ সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করে বাম নেতৃত্ব আজ বলেন, "সন্দেশখালির মহিলা, শিশুদের উপর তৃণমূল নেতারা দিনের পর দিন ভয়ংকর ভাবে অত্যাচার করেছে । এখন রাজ্যের পুলিশ প্রশাসন সন্দেশখালিতে কারওকে ঢুকতে দিচ্ছে না । বিচ্ছিন্ন দ্বীপের মতো করে রেখেছে । সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা করছে তারা । কোথায় শেখ শাহজাহান ? এরা হল মাফিয়া রাজের লেজ, মাথা বসে আছে কালীঘাটে । মাফিয়ারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে আর মানুষের উপর অত্যাচারের প্রতিবাদ করলে প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারের মতো লোকেদের জেলে ঢোকাবে । এমনটা চলতে পারে না । সন্দেশখলিতে মা-বোনেরা যে স্পর্ধা দেখিয়েছে, তাঁকে সেলাম জানিয়েই আজকের এই মিছিল ।"

এ দিনের মিছিলে সন্দেশখালির ঘটনার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে শিক্ষা ও কর্মসংস্থানে দিশাহীনতার অভিযোগে সরব হন বামেরা ৷ তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের বাজেট মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত খাতে বরাদ্দ কমিয়েছে । এর বিরুদ্ধে লড়াই গড়ে তোলার ডাক দেওয়া হয় এই মিছিল থেকে ৷

বামেদের মিছিল এসএন ব্যানার্জি রোড পর্যন্ত গিয়ে বেশ কিছুটা সময় সেখানেই রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা । রাস্তার মাঝেই পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল । বেশ কিছুক্ষণ অবরোধ চলায় বিকেলের ব্যস্ত সময়ে থমকে যায় যান চলাচল । উপস্থিত পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান । সেই নিয়েই বচসা তৈরি হয় দুই পক্ষের মধ্যে । এর পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন ৷

আরও পড়ুন:

  1. 'রাজভবনে নেই তো শেখ শাহজাহান ?' রাজ্যপালকে কটাক্ষ সেলিমের
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে
  3. সন্দেশখালিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে আটকের অভিযোগ, বেড়মজুর গ্রামে বিক্ষোভ স্থানীয় মহিলাদের

ABOUT THE AUTHOR

...view details