ঘাটাল, 29 অগস্ট: পুজোর মুখে আবারও শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট। বাধ্য হয়ে নৌকা ও ডিঙি করে জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। অপরদিকে চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে ডুবল গ্রাম পঞ্চায়েতের তৈরি গুরুত্বপূর্ণ কাঠের সেতু ৷ যাতায়াতের ঝুঁকি বেড়েছে সেদিকেও।
দুর্গা পুজোর মুখে ফের নতুন করে ঘাটালের শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকার নীচু জায়গাগুলি। জলে ডুবেছে ঘাটাল পুরসভা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা। জল থেকে বাঁচতে নৌকা ও ডিঙি করেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই জল ঢুকেছে ঘাটাল পুরসভার 5, 9 এবং 10 নম্বর ওয়ার্ডে। কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পুর এলাকার বিস্তীর্ণ এলাকা। সেই জল কমে যাওয়ার কয়েক দিনের মধ্যেই পুজোর মুখে আবারও নতুন করে প্লাবিত ঘাটাল পুর এলাকা। বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজন।