পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর মুখে শিলাবতীর জলে ডুবল ঘাটাল, নৌকা নিয়ে যাতায়াত এলাকার মানুষজনের - Vast areas of Ghatal flooded - VAST AREAS OF GHATAL FLOODED

Vast areas of Ghatal flooded: পুজোর মুখে ফের শিলাবতীর জলে ডুবে গেল ঘাটালের বিস্তীর্ণ এলাকা ৷ জল ঢুকে প্লাবিত ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ ৷

Vast areas of Ghatal flooded
শিলাবতীর জলে ডুবল ঘাটাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:36 PM IST

ঘাটাল, 29 অগস্ট: পুজোর মুখে আবারও শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট। বাধ্য হয়ে নৌকা ও ডিঙি করে জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। অপরদিকে চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে ডুবল গ্রাম পঞ্চায়েতের তৈরি গুরুত্বপূর্ণ কাঠের সেতু ৷ যাতায়াতের ঝুঁকি বেড়েছে সেদিকেও।

শিলাবতীর জলে ডুবল ঘাটাল (ইটিভি ভারত)

দুর্গা পুজোর মুখে ফের নতুন করে ঘাটালের শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকার নীচু জায়গাগুলি। জলে ডুবেছে ঘাটাল পুরসভা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা। জল থেকে বাঁচতে নৌকা ও ডিঙি করেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই জল ঢুকেছে ঘাটাল পুরসভার 5, 9 এবং 10 নম্বর ওয়ার্ডে। কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পুর এলাকার বিস্তীর্ণ এলাকা। সেই জল কমে যাওয়ার কয়েক দিনের মধ্যেই পুজোর মুখে আবারও নতুন করে প্লাবিত ঘাটাল পুর এলাকা। বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজন।

মূলত কদিন আগেই বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়া হয় যা চন্দ্রকোনা হয়ে ঘাটালের শিলাবতী নদীতে মিলেছে। পাশাপাশি কয়েক দিনের ভারী বৃষ্টির জেরেও নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে বলে খবর। তবে ঘাটাল ছাড়াও কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতুটি জলের তলায়।

সেই সেতুর উপর দিয়ে যাতায়াত একাধিক গ্রামের মানুষের। গুরুত্বপুর্ণ এই সেতুর উপর দিয়ে জল বয়ে চলায় ভোগান্তি বসিন্দাদের। সেই সেতুর উপর দিয়েই চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত এলাকার মানুষের। একদিকে নৌকায় করে যাতায়াতে সমস্যায় পড়েছেন ঘাটালের মানুষজন অন্যদিকে সেতু ভেঙে যাওয়ায় কংক্রিটের সেতু চাইছে চন্দ্রকোনার মানুষজন।

ABOUT THE AUTHOR

...view details