কলকাতা, 23 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতিদিন শহরের দিকে দিকে সমাবেশ, মিছিলে শামিল হচ্ছে রাজ্যবাসী ৷ প্রতিবাদ এখন আর শুধু রাজ্যের মধ্যে আটকে নেই ৷ বাংলার সীমা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশেও ৷ আরজি কর হাসপাতালের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে চিকিৎসক থেকে উকিল, অভিনেতা, ছাত্রসমাজ, শিক্ষক, শিল্পী, রূপান্তরকামী মানুষ, সাংবাদিক, ট্যাক্সি চালক- পথে নেমেছেন ৷ যতদিন না পর্যন্ত নির্যাতিতার মৃত্যুর বিচার পাওয়া যায়, ততদিন জারি থাকবে এই প্রতিবাদ ৷ 23 অগস্ট, শুক্রবার শহরে রয়েছে বেশ কিছু সমাবেশ ও মিছিল ৷ কোথায় কী ?
- এসএফআই-এর প্রতিবাদ মিছিল
আরজি করের ঘটনার প্রতিবাদীদের উপর হামলা, অত্যাচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে আজ শামিল হবে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ৷ বিকেল 4টেয় প্রতিবাদীরা হাঁটবেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত ৷
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ
বিকেল 5টায় প্রেসিডেন্সি কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী-সহ অধ্যাপক, শিক্ষাকর্মীরা এই প্রতিবাদে সামিল হবেন ৷ প্রেসিডেন্সি কলেজের মেইন গেট থেকে শুরু করে মিছিল পৌঁছবে শ্যামবাজার ৷
- সাংবাদিকদের সমাবেশ ও মিছিল