পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহাকুম্ভ মেলার জন্য একাধিক ট্রেন বাতিল, ঘোষণা পূর্বরেলের - TRAINS CANCELED

চলছে মহাকুম্ভ মেলা ৷ মৌনি অমাবস্যা উপলক্ষে তৃতীয় পবিত্র স্নানের আগে বহু এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে বলে জানাল পূর্ব রেল ৷ রইল তালিকা ৷

TRAINS CANCELED
এক্সপ্রেস ট্রেন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:25 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: মহাকুম্ভ মেলার জন্য রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলোর তালিকা এক নজরে

যেই ট্রেনগুলোর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে-

  • 12330 আনন্দ বিহার টার্মিনাল-শিয়ালদা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- 29 জানুয়ারি) এবং 12380 অমৃতসর-শিয়ালদা জালিয়ান ওয়ালাবাগ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 2 ফেব্রুয়ারি) এই দুটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কানপুর সেন্ট্রাল-প্রয়াগরাজ জংশন-মির্জাপুর-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরিবর্তে কানপুর সেন্ট্রাল-লখনউ-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে ট্রেন দু'টি যাতায়াত করবে ৷
  • 12329 শিয়ালদা-আনন্দ বিহার টার্মিনাল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি)- ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন-মির্জাপুর-প্রয়াগরাজ জংশন-কানপুর সেন্ট্রাল পরিবর্তে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন-বারাণসী-জাখিম-উন্নাও-কানপুর সেন্ট্রাল হয়ে যাতায়াত করবে।
  • 12302 নিউদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 29 জানুয়ারি, 30 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি) ট্রেনটি প্রয়াগরাজ জংশন-মির্জাপুর-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পরিবর্তে প্রয়াগরাজ জংশন-প্রয়াগরাজ রামবাগ-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন হয়ে যাতায়াত করবে।
  • 15743 বালুরঘাট-বাঠিন্ডা ফরাক্কা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি) এবং 15744 বসুন্ধারা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি) -বারাণসী-জাফরাবাদ-অযোধ্যা ক্যান্ট-বারাবাঁকি-লখনউ পরিবর্তে বারাণসী-জাফরাবাদ-সুলতানপুর-লখনউ হয়ে যাতায়াত করবে।

যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে-

  • 12367 ভাগলপুর-নিউ দিল্লি বিক্রমশিলা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি)।
  • 12368 নিউ দিল্লি-ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 29 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি)।
  • 12307 হাওড়া-যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 26 ফেব্রুয়ারি)।
  • 12308 যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 ফেব্রুয়ারি)।
  • 22307 হাওড়া-বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 31 জানুয়ারি)।
  • 22308 বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 2 ফেব্রুয়ারি)।
  • 12311 হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 26 জানুয়ারি এবং 31 জানুয়ারি)।
  • 12312 কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি)।
  • 22466 আনন্দ বিহার টার্মিনাল-মধুপুর বাবা বৈদ্যনাথধাম দেওঘর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 29 জানুয়ারি)।
  • 22465 মধুপুর-আনন্দ বিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথধাম দেওঘর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 30 জানুয়ারি)।
  • 12941 ভাবনগর-আসানসোল পরেশনাথ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি)।
  • 12942 আসানসোল-ভাবনগর পরেশনাথ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 30 জানুয়ারি)।
  • 15658 কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (যাত্রা শুরুর তারিখ: 28 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি)।
  • 15657 দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (যাত্রা শুরুর তারিখ: 30 জানুয়ারি এবং 4 ফেব্রুয়ারি)।

যেই ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে তার তালিকা এক নজরে-

  • 22308 বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 29 জানুয়ারি) ট্রেনটি রাত 11:55 মিনিটের পরিবর্তে ভোট 5.55 মিনিটে বিকানের থেকে ছাড়বে।
  • 12495 বিকানের-কলকাতা প্রতাপ এক্সপ্রেস (যাত্রা অসুর তারিখ: 30 জানুয়ারি) ট্রেনটি সকাল 6টার পরিবর্তে সকাল 10টায় বিকানের থেকে ছাড়বে।
  • 12308 জোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: 3 ফেব্রুয়ারি) ট্রেনটি 11:55 মিনিটের পরিবর্তে ভোট 5.55 মিনিটে যোধপুর থেকে ছাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details